Advertisement
Advertisement

Breaking News

খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী ২ শিশুকন্যাকে যৌন নিগ্রহ, গ্রেপ্তার প্রৌঢ়

ব্যায়াম শেখানোর অছিলায় নিগ্রহের অভিযোগ।

Nadia: Neighbour molests minor girls, arrested
Published by: Shammi Ara Huda
  • Posted:September 4, 2018 10:34 am
  • Updated:September 4, 2018 10:34 am  

 বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: দুই শিশুকন্যাকে খাবারের লোভ দেখিয়ে যৌন নিগ্রহের অভিযোগ। অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুরে থানার মাঠপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, ধৃত প্রৌঢ়ের নাম শম্ভু দাস(৫৫)। সে সন্ধ্যার দিকে প্রতিবেশী দুই শিশুকন্যাকে বাড়িতে ডাকে। অভিযোগ, খাবারের লোভ দেখিয়েই তাদের বাড়িতে ডাকা হয়। তারপর ব্যায়াম শেখানোর অছিলায় দু’জনকেই যৌন নিগ্রহ করে। কোনওরকমে প্রৌঢ়ের হাত থেকে নিজেদের ছাড়িয়ে পালিয়ে যায় দুই নির্যাতিতা শিশুকন্যা। তারপর বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনার কথা বলে কান্নাকাটি শুরু করে। এরপরেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন নির্যাতিতা দু’বোনের বাবা মা। প্রতিবেশীরাও সঙ্গে ছিলেন। সবাই মিলে অভিযুক্তকে বেধড়ক মারধর করে। খবর যায় তাহেরপুর থানাতেও। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতে নির্যাতিতাদের পরিবারের তরফে অভিযোগ দায়ের হলে শম্ভু দাসকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

[মদ্যপ অবস্থায় গাড়ি থামিয়ে চালককে শাসানি! বিতর্কে টিএমসিপি নেত্রী জয়া দত্ত]

এদিকে পুলিশ চলে গেলে অভিযুক্তের বাড়িতেও বিক্ষোভ দেখান ক্ষুব্ধ প্রতিবেশীরা। এলাকায় উত্তেজনা রয়েছে।জানা গিয়েছে, দু’বোনের অভিভাবকরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগেই তাদের ডাকে শম্ভু দাস। ওই শিশুকন্যারা খাবার খেতে এলে ব্যায়াম শেখানোর প্রস্তাব দেয় প্রৌঢ়। খাবারের লোভে তাতেই রাজি হয়ে যায় দু’বোন। তখনই তাদের যৌন নিগ্রহ করে অভিযুক্ত। প্রথমে বাচ্চারা কিছুই বুঝতে পারেনি। তারপর ব্যাথা লাগতেই পালানোর জন্য ছটফট শুরু করে। কোনওরকমে পালিয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। মা কান্নার কারণ জানতে চান। তখন প্রতিবেশী শম্ভু দাসের কীর্তি জানিয়ে দেয় দুই নির্যাতিতা। এরপরেই শুরু হয় বিক্ষোভ।

[কুকুরের ডাকে বিরক্ত, কান কাটল মদ্যপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement