Advertisement
Advertisement

পণের টাকা না পেয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

বিয়ের সময় নগদ ৫ লক্ষ টাকা নেওয়া হয়৷ আরও টাকার জন্য চাপ।

Nadia: Man murders wife, surrenders before cops
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 23, 2018 5:01 pm
  • Updated:July 23, 2018 5:01 pm  

বিপ্লব দত্ত, নদিয়া: আবারও পণের বলি এক গৃহবধূ৷ ব্যবসার জন্য দাবি মতো টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল যুবক। ঘটনায় উত্তেজনা ছড়াল নদিয়ার চন্দনপুরে৷ খুনের পর যুবক নিজে গিয়ে সমস্ত ঘটনা স্বীকার করে নেয়। স্বীকারোক্তির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাকে।

[মেলেনি পণের বকেয়া টাকা, বধূকে বাইকের চাকায় পিষে খুন করল স্বামী]

রীতিমতো সম্বন্ধ করে দুই পরিবারের সম্মতিতে চন্দনপুরের বাসিন্দা তাজমিনার সঙ্গে বিয়ে হয় পাটিকাবাড়ির এনামুলের৷ বিয়ের সময় গয়নাগাটি, গৃহস্থালীর সামগ্রী ও নগদ ৫ লক্ষ টাকা নিয়েছিল এনামুলের পরিবার৷ মেয়ে সুখী হোক, এই আশাতেই ছেলের বাড়ির সমস্ত দাবি পূরণ করেছিল তাজমিনার বাড়ির লোকজন৷ চোখে সোনালি স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখেন গৃহবধূ৷ কিন্তু বিয়ের পর ঘটল ঠিক উলটোটাই৷ বিয়ের পর এক সপ্তাহ কাটতে না কাটতেই শুরু হয় নির্যাতন৷ অভিযোগ, ব্যবসা করার জন্য টাকা দাবি করতে শুরু করে এনামুল৷ বিয়ের সময় ৫ লক্ষ টাকা পণ নেওয়ার পরে বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেওয়া হত গৃহবধূকে৷ কিন্তু বাপেরবাড়ির লোকজন এত টাকা কোথা থেকে পাবেন, একথা ভেবে বাপেরবাড়িতে সে কথা জানাতে পারেননি তাজমিনা৷ মুখ বুজে সহ্য করতে থাকেন অত্যাচার৷

Advertisement

[পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত স্বামী]

দিনের পর দিন ক্রমশই শ্বশুরবাড়ির লোকজন চাপ বাড়াতে থাকে৷ মারধর, খেতে না দেওয়া রোজকার রুটিনে পরিণত হয় গৃহবধূর৷ একাধিকবার এনামুলের সঙ্গে কথা বলেন তাজমিনা৷ সমস্যার সমাধান দূরের কথা, বরং বাড়তে থাকে অত্যাচার৷ সোমবার সকালে অত্যাচার চরম আকার নেয়৷ অভিযোগ, বেধড়ক মারধর করা হয় গৃহবধূকে৷ এনামুল মারধর করলেও বাধা দিতে এগিয়ে আসেননি শ্বশুরবাড়ির অন্যান্যরা৷ বেধড়ক মারধরের পর শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে এনামুল৷

[জীবনতলায় গৃহবধূর রহস্যমৃত্যু, গণধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী]

খুনের পর নাকাশিপাড়া থানায় ছুটে যায় অভিযুক্ত স্বামী৷ পণের দাবিতে স্ত্রীকে অত্যাচার ও শ্বাসরোধ করে খুনের কথা পুলিশকে জানায় সে৷ স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ ধৃতের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে৷     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement