Advertisement
Advertisement

Breaking News

গোপাল ভাঁড়, সোমা বিশ্বাস

‘ভোট গোপাল’ ও সোমা বিশ্বাসের হাত ধরে নদিয়ায় ভোটপ্রচার

জনগণকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনের কর্মসূচি৷

Nadia district administration starts campaign for election awarness
Published by: Sucheta Sengupta
  • Posted:April 14, 2019 5:22 pm
  • Updated:April 14, 2019 5:22 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: হাসির সম্রাট গোপাল ভাঁড়ের সঙ্গে নদিয়া জেলার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত৷ কচিকাঁচা থেকে বৃদ্ধ, বৃদ্ধা – গোপাল ভাঁড়ের হাসির গল্পের সম্ভার আছে সকলের কাছেই৷ মহারাজা কৃষ্ণচন্দ্রের সভার সেই সুবিখ্যাত ব্যক্তির ছবি সামনে রেখে এবারের ভোটে জনসচেতনতার কাজে নামার উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন৷ এটাই এবার নদিয়ার ভোট ম্যাসকট৷ আর নির্বাচনী আইকন হয়ে প্রচারে নেমেছেন অ্যাথলিট সোমা বিশ্বাস৷

                                [ আরও পড়ুন: রাম নবমীতে পুজো বনগাঁয়, শোভাযাত্রায় পা মেলালেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর]

নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে জেলাবাসীকে উৎসাহিত করছে গোপাল ভাঁড়ের একটি কাট আউট৷ যার নাম দেওয়া হয়েছে, ‘ভোট গোপাল’৷ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে ‘ভোট গোপাল’ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার প্রচার চালাচ্ছেন৷ গোপাল ভাঁড় সাধারণত নদিয়াবাসী হিসেবেই মানুষের কাছে অধিক পরিচিত৷ আর সেই পরিচিতি কাজে লাগিয়ে এবার সরকারি উদ্যোগে চলছে ভোটের প্রচার৷ মানুষকে ভোটদানে উৎসাহিত করার জন্য ‘ভোট গোপাল’ শামিল হয়েছেন গণতন্ত্রের বড় উৎসবে৷

Advertisement

                                         [ আরও পড়ুন: সামনে পেলে পুলিশের প্যান্ট খুলে নেওয়া হবে, বেফাঁস মন্তব্যে বিপাকে দিলীপ]

ভোটাধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে একইসঙ্গে পথে নেমেছেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলেটিক সোমা বিশ্বাসও৷ নদিয়া জেলা প্রশাসন সোমা বিশ্বাসকে এবার নির্বাচনী আইকন করেছে৷ সাধারণ মানুষের ভোটাধিকার ইস্যুকে সামনে রেখে রবিবার সকালে রানাঘাট ১ নং ব্লকে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নদিয়া জেলা নির্বাচনী আইকন অ্যাথলেটিক সোমা বিশ্বাস। এদিন সকালে তিনি ভোটাধিকার নিয়ে সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের শপথবাক্য পাঠ করান৷ এরপর বিডিও অফিসে মানববন্ধনে শামিল হয়েছিলেন বিডিও অফিসের সমস্ত সরকারি কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্কুলপড়ুয়া ও সাধারণ মানুষ। পরে ভোট গোপালের কাটআউট সামনে রেখে করা হয় পদযাত্রা৷ ভোটাধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে ভোট গোপালের গায়ে ছিল ভোট সম্পর্কিত একাধিক লেখা৷ গোপাল ভাঁড়ের কাট আউট দেখে উৎসাহিত হয়েছেন অনেক মানুষই৷

vote-gopal2

এদিন হবিবপুরের বিডিও অফিস থেকে মিছিল শুরু হয়ে কর্মতীর্থ ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনার মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোট দেওয়ার অধিকার বিষয়টি  তুলে ধরেন রানাঘাট ১ নং  ব্লকের বিডিও অতনু মণ্ডল। ঠিক এইভাবেই গোটা নদিয়া জেলা জুড়ে সরকারি উদ্যোগে ভোট গোপালকে নিয়ে চলছে ভোটের প্রচার৷ যার মূল লক্ষ্য, মানুষকে ভোটদানে উৎসাহিত করা এবং ভোট সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধি করা৷

ছবি: সুজিত মণ্ডল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement