Advertisement
Advertisement

ইটভাটায় দেওয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু, উত্তেজনা নদিয়ার পানিহাটিতে

দুর্ঘটনায় আহত আরও তিনজন৷

 Nadia brick kiln collapse kills Three
Published by: Tanujit Das
  • Posted:December 25, 2018 4:19 pm
  • Updated:December 25, 2018 4:19 pm

নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: ইটভাটার চেম্বারে ধস৷ দেওয়াল চাপা পড়ে মারা গেলেন তিনজন শ্রমিক৷ মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল  নদিয়ার পানিঘাটিতে৷ মৃতদের নাম ইব্রাহিম খাদিম, সোমিউদ্দিন শেখ ও ইক্রাম আলি শেখ৷ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক৷ তাঁদের ভরতি করা হয়েছে পানিঘাটি হাসপাতালে৷ এদিকে ঘটনায় ইটভাটার মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব স্থানীয়রা৷ 

[নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢুকছে জাল নোট, এসএসবির জালে দুই পাচারকারী]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত ইব্রাহিম খাদিমের বাড়ি নদিয়ার কালিগঞ্জ থানার রাধাকান্তপুরে, আর সোমিউদ্দিন শেখ ও ইক্রাম আলি শেখর বড় চাঁদঘর এলাকার বাসিন্দা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে ইটভাটার একটি চেম্বারে কাজ করছিলেন তিনজনেই৷  হঠাৎই প্রবল শব্দে ভেঙে পড়ে পাশের চেম্বারের ১৫ ফুটের উঁচু দেওয়াল৷ দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ইব্রাহিম, সোমিউদ্দিন ও ইক্রাম৷ আহত হন আরও তিনজন৷ তাঁদের চিকিৎসা চলছে পানিহাটি হাসপাতালে৷

[কলেজছাত্রীর শ্লীলতাহানি, গণধোলাই খাওয়ার পর শ্রীঘরে অভিযুক্ত]

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই  পানিঘাটির ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া ওই ইটভাটায় জড়ো হন স্থানীয় বাসিন্দারা৷ ইটভাটার মালিকের বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগে তুলেছেন তাঁরা৷ ছড়িয়ে পড়ে উত্তেজনা৷ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামলা দেয় কালিগঞ্জ থানার পুলিশ, দেওয়ালের ধ্বংসাবশেষ সরিয়ে মৃতদের দেহ উদ্ধার করা হয়৷ নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমার জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷ ইটভাটার মালিকের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া গেলে যথাযোগ্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement