Advertisement
Advertisement

Breaking News

COVID

Coronavirus: আরও শিথিল রাজ্যের কোভিডবিধি, আউটডোর শুটিং-সহ একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা

কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়?

Nabanna declared some more relaxations in covid-restrictions | Sangbad Pratidin

ছবি - প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 17, 2022 8:05 pm
  • Updated:January 17, 2022 8:31 pm  

মলয় কুণ্ডু: ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা (Coronavirus)। কড়া বিধিনিষেধের জেরে গত ৪৮ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা কমেছে সংক্রমণ। এই পরিস্থিতিতে বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করল রাজ্য। সেই তালিকায় রয়েছে আউটডোর শুটিং। সোমবার নবান্নের তরফে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।  

কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? আগামিকাল অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে রাজ্যে ফের খুলবে জিম। তবে ৫০ শতাংশ লোক নিয়ে তা চালানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই শরীরচর্চা করতে জিমে যাওয়া যাবে। কর্মীদের ক্ষেত্রেও একই নিয়ম। অথবা থাকতে হবে আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট। রাত ৯ টার মধ্যে বন্ধ করতে হবে জিম। যাত্রাপালা প্রদর্শিত হতেও আর কোনও বাধা থাকছে না। তবে তা অত্যন্ত নিয়ন্ত্রণের সঙ্গেই আয়োজন করতে হবে। আউটডোর বা খোলা জায়গায় যাত্রা হলে মোট আসনের ৫০ শতাংশ দর্শক প্রবেশে ছাড় থাকছে। ইন্ডোর বা ঘেরা প্রেক্ষাগৃহে যাত্রা হলে সেখানে সর্বাধিক ২০০ জন বা আসন সংখ্যার ৫০ শতাংশ, যেটি কম হবে তা মানতে হবে। এছাড়াও আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও ছাড় দিয়েছে রাজ্য। তবে সেক্ষেত্রে কড়াভাবে পালন করতে হবে কোভিড বিধি।  

Advertisement

[আরও পড়ুন: সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ধরতে যাওয়াই কাল! বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর]

চলতি বছরের শুরুতে লাফিয়ে বাড়তে শুরু করেছিল রাজ্যের সংক্রমণ। যার ফলে কড়া বিধিনিষেধ জারি করেছিল রাজ্য। একাধিক ক্ষেত্রে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই ছাড় মিলেছে বেশ কিছুক্ষেত্রে। গত সপ্তাহে নবান্নের তরফে নির্দেশিকায় জানানো হয়,  ৫০ জনের বদলে বিয়ে বা কোনও অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক ২০০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অথবা ম্যারেজ হলের ‘ক্যাপাসিটি’র ৫০ শতাংশ পর্যন্ত লোকজনকে আমন্ত্রণ করা যাবে।  

তবে পুরনো নিয়ম মেনেই বন্ধ থাকছে স্কুল-কলেজ-সহ যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অফিসে হাজিরা থাকছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০টা পর্যন্ত চলবে ট্রেন। নিয়ম মেনে খুলবে শপিং মল, বার-রেস্তরাঁ, সিনেমা হল। ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে খোলা থাকবে সাঁলো-পার্লারও।

[আরও পড়ুন: ‘রাজনীতির বাইরের জীবন’, শান্তনু ঠাকুরের পিকনিকে যোগ দিয়ে সাফাই বিজেপির ‘বিক্ষুব্ধ’ নেতাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement