ছবি: প্রতীকী
সঞ্জিত ঘোষ, নদিয়া: প্রেমিকাকে নিয়ে কথা কাটাকাটির জের। বন্ধুর হাতে খুন বন্ধু। বন্ধুকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল এক মৌমাছি ব্যবসায়ীর বিরুদ্ধে। পরে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার উত্তর চাতরার বাসিন্দা শফিউল মণ্ডল মৌমাছির ব্যবসার সূত্রে নবদ্বীপের মিয়া পাড়া এলাকায় এসেছিলেন দু’জন বন্ধুর সঙ্গে। একসঙ্গেই তাঁরা মৌমাছির ব্যবসা করেন। ওই তিনজনই এক এলাকার বাসিন্দা। গত ১১ তারিখের পর থেকেই হঠাৎই নিখোঁজ হয়ে যায় শফিউল। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে কোনওরকম ফোনেও যোগাযোগ হয়নি শফিউলের।
এরপরই এলাকাবাসীর সন্দেহ হয় তাঁর সঙ্গে থাকা মন্টু মণ্ডলের উপরে। গত রবিবার এলাকাবাসীরা মন্টু মণ্ডলের খোঁজ পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। তবে শফিউলের কোনও খবর পায়নি। এলাকাবাসীর সন্দেহ হতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ তল্লাশি চালিয়ে মন্টুর কাছে মৃত শফিউলের একাধিক নথিপত্র পায়। এরপরই সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশের জেরায় অভিযুক্ত ওই ব্যক্তি ভেঙে পড়ে।
স্থানীয় পুলিশ-প্রশাসন নবদ্বীপ থানার অন্তর্গত মিয়া পাড়ার ওই বাড়িতে যায়। মাটি খুঁড়ে মৃত শফিউল পচাগলা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই দুই বন্ধুর মধ্যে প্রেমিকা নিয়ে কথা কাটাকাটির জেরেই এই খুন হয়েছেন শফিউল। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.