Advertisement
Advertisement

Breaking News

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধৃত জগদ্দল থানার এএসআই

অভিযুক্ত এএসআই সৌমেন সিংহরায় ও এক মুহুরিকে গ্রেপ্তার করেছে দুর্নীতিদমন শাখা।

N 24 Parganas: ACB nabs cop while taking bribe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2017 9:14 am
  • Updated:June 13, 2022 3:46 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: জাতীয় সড়কই হোক কিংবা রাজ্য সড়ক, এ রাজ্যে ট্রাক চালকের উপর পুলিশি জুলুমবাজির অভিযোগ নতুন নয়। রাতের অন্ধকারে রাস্তায় ট্রাক থামিয়ে টাকা তুলতেও দেখা যায় পুলিশকর্মীদের। তবে সাধারণত ট্রাক চালকদের কাজ থেকে টাকা তোলা বা ঘুষ নেওয়ার কাজটি করে থাকেন পুলিশের নিচুতলার কর্মীরাই। কিন্তু, উত্তর ২৪ পরগনার জগদ্দলে মিনি ট্রাকের মালিকের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন খোদ থানার এএসআই! ঘটনায় জগদ্দল থানার এএসআই সৌমেন সিংহরায় ও স্থানীয় আদালতের মুহুরি অনিমেষ রায়কে গ্রেপ্তার করেছে দুর্নীতিদমন শাখা।

[ডেঙ্গু ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে ক্ষমা চান, টুইটারে সরব বাবুল]

Advertisement

জানা গিয়েছে, দিন পাঁচেক আগে জগদ্দল থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি মিনি ট্রাক। অভিযুক্ত চালককে বাঁচাতে ট্রাকমালিকের কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ চান জগদ্দল থানার এএসআই সৌমেন সিংহরায়। ঘটনার জড়িত ছিলেন স্থানীয় আদালতের মুহুরি অনিমেষ রায়ও। খোদ এএসআই ঘুষ চাওয়ায়, দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগ করেন মিনি ট্রাকের মালিক। এরপর রীতিমতো ফাঁদ পেতে ধরা হয় অভিযুক্তদের। জানা গিয়েছে, দুর্নীতি দমন শাখার সঙ্গে যোগাযোগের বিষয়টি গোপন রেখে পুলিশকে ঘুষ দিতে রাজি হয়ে যান মিনি ট্রাকের মালিক। ঘুষ নেওয়ার জন্য কোথায় যেতে হবে, অভিযুক্ত এএসআইকে তা জানিয়েও দেন তিনি। বৃহস্পতিবার রাতে ঘুষ নেওয়ার জন্য পূর্ব নির্ধারিত স্থানে যান জগদ্দল থানার এএসআই। আগে থেকেই প্রস্তুত ছিলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে এএসআই সৌমেন সিংহরায়কে ধরে ফেলেন তাঁরা। ঘটনায় ওই এএসআই ও স্থানীয় আদালতের মুহুরি অনিমেষ রায়কে গ্রেপ্তার করা হয়েছে।

[নামের মিলে প্যান কার্ডে নম্বরও এক, এখন এর ঋণ মেটাচ্ছেন অপরজন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement