Advertisement
Advertisement

Breaking News

বুদবুদ বিস্ফোরণে ফরেনসিক পরীক্ষায় নারাজ পুলিশ, ঘনীভূত হচ্ছে রহস্য

কেন ফরেনসিক পরীক্ষা নয়, প্রশ্ন গ্রামবাসীদের৷

 mystery intense on Panagarh blast
Published by: Tanujit Das
  • Posted:February 23, 2019 4:55 pm
  • Updated:February 23, 2019 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে পানাগড়ের বুদবুদের কোটা গ্রাম। টিনের ছাদওয়ালা একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে, ঘরের চাল উড়ে যায়। ঘটনায় আহত হন ৩ জন। অভিযোগ, এতবড় বিস্ফোরণের পরেও ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করাতে রাজি নয় পুলিশ৷ আর যা ঘিরে ঘণীভূত হচ্ছে রহস্য৷

[মাধ্যমিক থেকে শিক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে কড়া সংসদ ]

Advertisement

ঘটনার পর কেটে গিয়েছে দু’দিন৷ কিন্তু মেলেনি অনেক প্রশ্নের উত্তর৷ পুলিশ শুধু জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুর্ঘটনাটি ঘটেছে৷ কিন্তু পুলিশের দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দার৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন, প্রথমে বিস্ফোরণের খবর পেয়ে, তাঁরা ভেবেছিলেন নাশকতামূলক কিছু ঘটেছে৷ তাঁদের অভিযোগ, ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলত৷ বহুবার বিষয়টি প্রশাসনের কানে তোলা হয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি৷ এক্ষেত্রে প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা৷ এবার পুলিশ ফরেনসিক পরীক্ষা করতে রাজি না হওয়ায় তুঙ্গে চর্চা৷ পানাগড় বায়ুসেনা ঘাঁটির বেশ কাছেই অবস্থিত বুদবুদের এই গ্রাম৷ সেখানে এমন বিস্ফোরণ কাণ্ড ঘটায়, স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ কারণ, খাগড়াগড়ের স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসীর মনে৷ তাই এখানেও তেমন কোনও ষড়যন্ত্র চলছিল নাকি, সেই আশঙ্কাই বাসা বেঁধেছে গ্রামবাসীদের মনে৷

[‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট]

বৃহস্পতিবারের বিস্ফোরণে আহতদের রাজবাঁধ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে দু’টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে বুদবুদ থানার পুলিশ৷ সেগুলি অক্ষত ছিল। এবং বাড়ির ভিতরেও আগুন ধরার কোনও চিহ্ন ছিল না বলে সূত্রের খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement