রঞ্জন মহাপাত্র: বিকট শব্দে কেঁপে উঠল দিঘা। এদিন সকাল ১১.৪০ মিনিট নাগাদ পরপর শব্দ শুনতে পান সৈকত শহরে থাকা পর্যটকরা। যার রেশ গিয়ে পড়ে দিঘা লাগোয়া শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর পর্যটনকেন্দ্রে। আতঙ্কে হোটেল থেকে বেরিয়ে পড়েন পর্যটকরা। শব্দের উৎসের খোঁজ চালাচ্ছে পুলিশ ও দমকল। খবর দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীকে।
[কর্মবিরতিতে চিকিৎসকরা, বেসরকারি হাসপাতালের আউটডোরে বন্ধ পরিষেবা]
শনিবার হওয়ায় দিঘায় পর্যটকদের চেনা ভিড়। ঘটনার সময় অনেকেই সমুদ্রস্নানে ব্যস্ত ছিলেন। কেউ ঘুরছিলেন সৈকতে। আচমকা দুটি বিকট আওয়াজে চমকে যান সকলে। যাঁরা হোটেলে ছিলেন তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। এমনকী দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্মীরাও দপ্তর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ঘটনায় সময় যাঁরা সমুদ্রে স্নান করছিলেন তাদের সতর্ক করতে প্রশাসনের তরফে বিপদসংকেত হিসেবে সাইরেন বাজানো হয়। এই ঘটনায় পর্যটকদের স্নান কার্যত মাথায় ওঠে। স্নান ভুলে হোটেলের দিকে ফেরেন পর্যটকরা। পুলিশ সূত্রে খবর, বিকট শব্দে হোটেলের জানালা-দরজা কেঁপে ওঠে। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছেছে। উপকূল নিরাপত্তারক্ষী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। কোস্ট গার্ডের একটি জাহাজ দিঘার দিকে রওনা দিয়েছে। পর্যটকদের অনুমান সমুদ্রের দিক থেকে আওয়াজ শোনা যায়। ওড়িশার চাঁদিপুরে একটি মহাকাশ বিজ্ঞানের পরীক্ষামূলক কেন্দ্র রয়েছে। যেখান থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয়। একটি সূত্রের খবর, মিসাইলে উৎক্ষেপণের সময় আওয়াজের ফলে এই আতঙ্ক। দিঘা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রয়েছে চাঁদিপুর। অত দূর থেকে কীভাবে আওয়াজ আসতে পারে তা নিয়েও অবশ্য প্রশ্ন রয়েছে।
[টানলেই বড় হচ্ছে! প্লাস্টিকের বাঁধাকপি নিয়ে তীব্র চাঞ্চল্য]
ছুটি নিয়ে বেড়াতে এসে বিকট আওয়াজের শব্দে পর্যটকদরা আতঙ্কিত। তাদের একাংশ হোটেল বুকিং বাতিল করে বাড়ি ফিরতে চাইছেন। তবে প্রশাসনের তরফে পর্যটকদের অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ বসু বলেন, বিকট শব্দে কেঁপে ওঠে ওঠে গোটা এলাকা। কোথায় শব্দের উৎস, তার তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.