Advertisement
Advertisement

Breaking News

আকাশ থেকে নামল কী, চাঞ্চল্য কাঁকসায়!

রাতের অন্ধকারে প্যারাসুটের মাধ্যমে ঘন জঙ্গলের মধ্যে আচমকা সশব্দে বিরাট বাক্স পড়তেই দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে৷ তার পর?

Mysterious Box Dropped From Sky, Anxiety In Kanksa, Bardhaman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 12:30 pm
  • Updated:November 20, 2016 12:30 pm  

নিজস্ব সংবাদদাতা: আকাশ থেকে অস্ত্র, বোমা, বারুদ পড়ল নাকি? ‘পুরুলিয়ার অস্ত্র বর্ষণ-এর মতো কিছু নয়তো?’ নাকি কালো টাকা পড়ছে আকাশ থেকে? নাকি বাক্সভর্তি নিষিদ্ধ বস্তু পড়ল অন্ধকার ঘন জঙ্গলে? এমনই প্রচুর আশঙ্কা ও আতঙ্কের মধ্যেই শুক্রবার রাতে কাঁকসার মলানদিঘি এলাকার গড়জঙ্গলে প্যারাসুটে করে পড়ে একটি বড় বাক্স৷ বাক্সের গায়ে ‘নো স্মোকিং’ লেখা৷ জাতীয় পতাকা আঁকা৷ এবং বাক্সে সতর্কীকরণ হিসাবে বাংলা হরফে নানা বিষয় লেখা৷
রাতের অন্ধকারে প্যারাসুটের মাধ্যমে ঘন জঙ্গলের মধ্যে আচমকা সশব্দে বিরাট বাক্স পড়তেই দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে৷ শব্দ পেয়ে প্রথমে ভয় পেয়ে যায় স্থানীয়রা৷ ধীরে ধীরে মনে সাহস করে জঙ্গলে আসে তারা৷ এসে দে‌খে আগে থেকেই জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ৷ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকায়৷ তাতে মানুষের সন্দেহ আরও বাড়ে৷ ভিড় বাড়ছে দেখে কাঁকসা থানার আরও পুলিশ ঘটনাস্থলে আসে৷ পরে পুলিশ থানায় নিয়ে যায় প্যারাসুট-সহ বক্সটিকে৷
আকাশ থেকে বাক্স পড়ার খবরে সমগ্র কাঁকসা জুড়ে চাঞ্চল্য পড়ে যায়৷ রাত পর্যন্ত জঙ্গলে আনাগোনা করতে থাকে স্থানীয়রা৷ দূর-দূরান্ত থেকে মানুষ জড়ো হতে থাকে ঘটনাস্থলে৷ রীতিমতো মেলার চেহারা নেয় এলাকা৷ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল আবহাওয়া কার্যালয় থেকে ছাড়া হয়েছিল প্যারাসুটটি৷ তাতে আবহাওয়া পরিমাপের যন্ত্র ছিল প্যারাসুট লাগোয়া বাক্সে৷ গলসি আবহাওয়া কার্যালয়ে পৌঁছনোর আগেই হাওয়ার গতিবেগের তারতম্যে তা পড়ে যায় কাঁকসার গভীর জঙ্গলে৷ পুলিশকে মেসেজ করে তা জানিয়েও দেয় হাওয়া অফিস৷ তাই পুলিশ উদ্ধার করে প্যারাসুট সমেত বাক্সটি৷ রাতে হাওয়া অফিসের কর্মীরা কাঁকসা থানা থেকে নিয়ে যান তাঁদের সম্পত্তি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement