সঞ্জিত ঘোষ, নদিয়া: এ এক ভূতুড়ে কাণ্ড! অদৃশ্য দস্যুর তাণ্ডবে অতিষ্ট গোটা এলাকা। সকাল হতেই শুরু হচ্ছে ইট বৃষ্টি। কারও ভেঙেছে জানালার কাচ, কারও আবার ঘরের টালি হুরমুড়িয়ে ভেঙে পড়ে খাটের উপর। আতঙ্কে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। কারণ অজানা। চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী নদিয়ার শান্তিপুরের ১৪ নম্বর ওয়ার্ডের বল্লভী আচার্য পাড়া লেনে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আটটি আচার্য পরিবার বসবাস করছে। যার সদস্য সংখ্যা প্রায় ৪০। অভিযোগ, গত তিন দিন আগে ওই আটটি বাড়ির উপর হঠাৎই তিন দিক দিয়ে শুরু হয় ইট বৃষ্টি, তাও আবার দিনের বেলায়। আহত হয় এক শিশু সহ আরও ২ জন। বাসিন্দাদের দাবি, কে ইট ছুঁড়ছে তা তাঁদের কাছে অজানা। প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে কোনও সদুত্তর মিলছে না, কারণ তাঁদের কাছেও বিষয়টা অজানা। এখন ইট বৃষ্টির তাণ্ডবে ঘর ছেড়ে বাইরে আশ্রয় নিয়েছেন ওই পরিবারগুলি। শিশুদেরকে অন্যত্র আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। তবে রাতদিন একজন করে নজরদারি চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার সকালেও শুরু হয় ইট বৃষ্টি। বিষয়টি জানতে পেরে পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান এলাকার কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী। আশ্চর্যভাবে তাঁর সামনেও ঘটে একই ঘটনা। শুধু সেখানেই শেষ নয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করেও ছোঁড়া হয় ইট। জানা যায়, ইটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশকর্মী। বসবাসকারীদের এখন একটাই প্রশ্ন, এই অদৃশ্য দস্যু দের তাণ্ডব থেকে কবে তারা রেহাই পাবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.