Advertisement
Advertisement

Breaking News

প্রেমে ব্যর্থ! টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রের

মুর্শিদাবাদে চাঞ্চল্য।

 Murshidabad: Teenage boy attempt to suicide for his love

মোবাইল টাওয়ারের মাথায় কিশোর সামিম শেখ।

Published by: Shammi Ara Huda
  • Posted:October 11, 2018 9:47 am
  • Updated:October 11, 2018 9:47 am  

লালবাগ,  সাবির জামান:   যে কোনও মূল্যে প্রেমিকাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে হবে। তাতে আত্মহত্যার চেষ্টা হলেও কুছ পরোয়া নেই। কিশোর বলে কি প্রেমিকার উপরে দাবি থাকতে পারে না? ঠিক যেন শোলের বিজয়। বাসন্তীকে পেতে টাওয়ারে ওঠে আত্মহত্যার চেষ্টা। এদিকে হাজার হাজার মানুষের বিজয়কে বাঁচাতে নানা ভাবে কাকুতি মিনতি। অবশেষে বিজয় নেমে এসেছিলেন নিচে। একই ভাবে লালগোলা থানার পুলিশের চেষ্টায় প্রায় ৮০ ফিট উচ্চতার মোবাইল টাওয়ার থেকে নিচে নেমে এসে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটাল কিশোর সামিম শেখ। অবশ্য লালগোলা থানার নলডহরির বাসিন্দা সামিমের দাবি তার সঙ্গেও বিয়ে দিতে হবে বাসন্তীকে (নাম পরিবর্তিত)। পুলিশের সেই প্রতিশ্রুতি পেয়ে তবেই মাটিতে পা রেখেছে স্থানীয় এম এন অ্যাকাডেমির নবম শ্রেণির ওই ছাত্র। এই ব্যাপারে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার বলেন, “প্রাথমিক ভাবে জানা গিয়েছে, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই ওই ছাত্র টাওয়ারে উঠেছিল। বহু চেষ্টায় ওকে অক্ষত অবস্থায় নিচে নামানো সম্ভব হয়েছে। এখন বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পরে জিজ্ঞাসাবাদ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  পড়াশোনার সুবাদে আলাপ। লালগোলা বাজারের এক কিশোরীর প্রেমে পড়ে সামিম। সপ্তাহ খানেক থেকে ওই কিশোরীর সঙ্গে ঝামেলা শুরু হয় সামিমের। ইদানিং মেয়েটি আর সামিমের সঙ্গে দেখা করছিল না। সম্ভবত প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বদলা নিতেই ওই কিশোর মেয়েটির বাড়ির পাশের একটি মোবাইল টাওয়ারের মাথায় উঠে পড়ে। বেলা ৯.৩০ নাগাদ স্থানীয় এক ব্যক্তির নজরে আসে বিষয়টি। তিনিই বাসিন্দাদের খবর দেন। কিছু পরে থানা থেকে পুলিশ আসে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই টাওয়ারের নিচে উৎসাহিত মানুষ জটলা করে। এদিকে পুলিশ মাইকিং করে নেমে আসার অনুরোধ জানায়। ছেলের প্রতিশ্রুতি মানা হবে বলেও অনুনয় করে পুলিশ। বাড়ির আত্মীয় স্বজনের শত কাকুতি মিনতিতে অবশেষে ঘণ্টা তিনেকের অনুরোধে নিচে নেমে আসে ওই ছাত্র।

Advertisement

[আমনের ভরা মরশুমে জলসংকট মেটাতে আশীর্বাদ তিতলি! আশায় বর্ধমানের কৃষকরা]

ওই ছাত্রের বাবা মুস্তাক শেখ বলেন,  “ছেলের বয়স কম। কী করে বুঝব ও কাউকে ভালবেসেছে। আর সেজন্য এমন কাণ্ড করে বসবে তাও ভাবতে পারছি না।”  এদিকে মেয়ের পরিবারের তরফে এই প্রেমের কথা অস্বীকার করা হয়েছে। তবে এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন টাওয়ার কোম্পানির বিরুদ্ধে। বাসিন্দাদের দাবি, ওই সব টাওয়ারে নিরাপত্তা কর্মী না থাকাতেই এমন ঘটনা ঘটেছে। এই ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন।

[প্রাকৃতিক দুর্যোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হুগলির পুজো উদ্যোক্তাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement