Advertisement
Advertisement

ছাত্রীদের বাথরুমে নেই জল, কলেজে আগুন লাগিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পরেন পুলিশকর্মীরাও৷

Murshidabad: Students protesting over mismanagement in college
Published by: Sayani Sen
  • Posted:September 29, 2018 4:47 pm
  • Updated:September 29, 2018 4:47 pm

কল্যাণ চন্দ্র, বহরমপুর: ছাত্র বিক্ষোভে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন৷ রণক্ষেত্র মুর্শিদাবাদের হরিহরপাড়ার হাজি এ কে খান কলেজ৷ পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে অধ্যাপকদের ঘরে আটকে রেখে কলেজে ভাঙচুর চালাল পড়ুয়ারা৷ এরপর টায়ারে আগুনও লাগিয়ে দেয় ছাত্ররা৷ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা৷ পরে যদিও অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

[দেনার দায়ে ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা, গড়িয়ায় চাঞ্চল্য]

ছাত্রদের অভিযোগ, দিনকয়েক ধরেই হরিহরপাড়ার হাজি এ কে খান কলেজে নানা অব্যবস্থা দেখা দিয়েছে৷ পড়ুয়াদের অভিযোগ, ওই কলেজে কোনওদিনই সময়মতো ক্লাস নেন না অধ্যাপকরা৷ দু-তিনদিন ধরে ওই কলেজে পানীয় জলের বন্দোবস্তও নেই৷ এমনকী, ওই কলেজে ছাত্রীদের শৌচালয়েও জল অমিল বলে অভিযোগ ছাত্রীদের৷ কলেজ কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানালেও, সমস্যা সমাধান হয়নি বলে দাবি পড়ুয়াদের৷ এই অভিযোগেই পড়ুয়াদের চাপা ক্ষোভ ছিলই৷ শনিবার দুপুরে তা বড়সড় রূপ ধারণ করে৷ রণক্ষেত্রের চেহারা নেয় গোটা কলেজ চত্বর৷ অধ্যাপকদের কলেজে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্ররা৷ কলেজে ব্যাপক ভাঙচুরও করে তারা৷ শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙচুরের পর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা৷

Advertisement

[প্রসব করছে সাপ! আলিপুরদুয়ারে উদ্ধার বিরল প্রজাতির ‘গ্রিন পিট ভাইপার’]

ছাত্র বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন আধিকারিকরা৷ বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পরেন পুলিশকর্মীরা৷ পরে যদিও অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ যদিও অব্যবস্থার অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ৷ তাঁর দাবি, বিনা কারণেই কলেজে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ তবে এই ঘটনায় এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement