Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

বাড়িতে একা মহিলা, সুযোগে বুঝে হানা ডাকাত দলের, তার পর…

চাঞ্চল্য মুর্শিদাবাদের জলঙ্গিতে।

Murshidabad robbers flew away with 2.5 lacs | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:November 2, 2023 11:51 am
  • Updated:November 2, 2023 11:54 am  

অতুলচন্দ্র নাগ, ডোমকল: বাড়িতে কোনও পুরুষ না থাকার সুযোগে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে (Murshidabad)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সরকার পাড়ায়। জানা গিয়েছে, বাড়িতে ঢুকে গৃহবধূর চোখ বেঁধে ফেলে দুষ্কৃতীরা। পরে পিঠমোড়া করে বেঁধে বাড়ির উঠোনে ফেলে আলমারি থেকে আড়াই লক্ষের বেশি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ডোমকলের এসডিপিও শেখ সামসুদ্দিন, জলঙ্গির ওসি কৌশিক পাল-সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। তদন্তও শুরু করেছে তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা বাহাদুর শেখ নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। বাহাদুর শেখের ছেলে অন্তর শেখ জানান, “তখন আমি এবং আমার বাবা কেউ বাড়িতে ছিলাম না। সেই সুযোগে ৬-৭ জনের একটি দুষ্কৃতী দল পিছনের পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছিল।” জানা গিয়েছে, বাড়িতে ঢুকেই গৃহবধূ মর্জিনা বিবিকে পিঠমোড়া করে বেঁধে, ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। আলমারি খুলে তাতে থাকা আড়াই লক্ষের বেশি টাকা নিয়ে চম্পট দেয়। চাবি নেওয়ার পর দুষ্কৃতীরা ওই গৃহবধূর মুখে কাপড় গুজে দিয়েছিল যাতে চিৎকার করতে না পারে।

Advertisement

[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]

জানা গিয়েছে, বাহাদুর শেখ লরির মালিক। তাছাড়া জমিজমাও রয়েছে তাঁর। এই অবস্থায় সম্প্রতি তিনি সাদিখাঁর দিয়াড়ে কিছুটা জমি বিক্রি করার জন্য কিছু টাকা বায়না নিয়েছিলেন। ওই টাকা ও বাড়ির টাকা মিলিয়ে আড়াই লক্ষের বেশি টাকা ছিল আলমারিতে। স্থানীয়দের ধারনা, যে কোনওভাবে হোক দুষ্কৃতীদের কাছে ওই খবর থাকায় তাঁরা বাড়িতে ঢুকে টাকাটা হাতিয়ে নিয়েছে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাটা জলঙ্গি বিএসএফ ক্যাম্প সংলগ্ন। তার পরেও দুষ্কৃতীরা ওই ডাকাতির সাহস দেখিয়েছে। এই প্রশ্নে অনেকের ধারনা দুষ্কৃতীরা পরিচিত ও টাকার ব্যাপারটা জানত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও যুব তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি রাকিবুল ইসলাম রকি। তারা জানান মনে হচ্ছে, দুষ্কৃতীরা পরিচিত।

[আরও পড়ুন: আগামী ৮ মাস দ্বিতীয় হুগলি সেতুতে চলবে না পণ্যবাহী ভারী গাড়ি, জেনে নিন বিকল্প রুট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement