শাহজাদ হোসেন, ফরাক্কা: ইদ কাটিয়ে কাজের জায়গায় ফেরার সময় ট্রেন থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের শ্রমিকের। ট্রেনের দরজার কাছে বসেছিলেন যুবক। অত্যাধিক ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার মধ্যরাতে ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। খবর আসতেই শোকের ছায়া মুর্শিদাবাদের গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃত ওই শ্রমিকের নাম বাদশা শেখ (২৬)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার অরঙ্গাবাদ-১ গ্রাম পঞ্চায়েতের সেলিমপুর গ্রামে। ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করেন তিনি। ইদের ছুটিতে বাড়ি ফিরেছিলেন। মুর্শিদাবাদে বাদশার অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক সন্তান রয়েছে। তাঁদের সঙ্গে উৎসব কাটিয়ে কাজে ফিরছিলেন তিনি। কিন্তু কাজের জায়গায় আর ফেরা হল না তাঁরা।
মঙ্গলবার গ্রামের আরও ৫ জন যুবকের সঙ্গে বাদশা নিমতিতা থেকে রওনা দিয়েছিলেন। হাওড়ায় পৌঁছে সেখান থেকে সম্বলপুর এক্সপ্রেসে চাপেন। টারা অভাবে সংরক্ষিত কামরার টিকিট কাটতে পারেননি তিনি। অসংরক্ষিত বা জেনারেল বগিতেই চেপেছিলেন। অত্যাধিক ভিড় থাকায় দরজার পাশে বসেছিলেন। ঝাড়গ্রাম ও চাকুলিয়া স্টেশনের মাঝে ভিড়ের চাপে অসাবধানতাবশন ট্রেন লাইনে পাশে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁরা। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পরিবারে। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সুতির গ্রামে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.