কল্যাণ চন্দ, বহরমপুর: ১২ বছর পর ঘুচবে ট্রফি খরা। রোহিত শর্মার হাতেই উঠবে বিশ্ব। আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে টিম ইন্ডিয়া। এই আশা নিয়েই টিভি পর্দায় রবিবার চোখ রেখেছিলেন বছর একষট্টির সুকুমার বন্দ্যোপাধ্যায়। কিন্তু অজিবাহিনীর কাছে কোহলিদের নাস্তানাবুদ হওয়ার বিরাট চাপ সহ্য করতে পারলেন না। খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।
এদিন সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভার ২ নং ওয়ার্ডের বড়ুয়া কলোনি এলাকায়। সুকুমার বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যবসায়ী নিজের বাড়িতেই পরিবারের সঙ্গে ভারত বনাম অস্ট্রেলিয়া (World Cup 2023) মেগা ফাইনাল উপভোগ করছিলেন। কিন্তু ম্যাচ যত গড়ায়। ততই ভারতের চাপ বাড়তে থাকে। একটা সময় হঠাৎই মাথা ঘুরতে শুরু করে তাঁর। বুকে ব্যথাও অনুভব করেন।
বিলম্ব না করে তাঁকে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খেলা দেখতে দেখতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায়। গীতা দেবী বলেন, বিকেলে বাড়ির ছাদের গাছে জল দিয়ে এসে নিচের ঘরে চেয়ারে বসে ফাইনাল ম্যাচ দেখছিলেন তাঁর স্বামী। হঠাৎই মাথা ঘুরছে বলে জানান। এর পর একেবারে নেতিয়ে পড়লে বাড়ির অন্যান্য লোকদের ডেকে হাসপাতালে পাঠানো হয় সুকুমারবাবুকে। কিন্তু তার আগেই সব শেষ। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গীতাদেবী। টিম ইন্ডিয়ার হারের দিন শোকের ছায়া বন্দ্যোপাধ্যায় পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.