Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘রামনবমীতে অশান্তি করতেই মুর্শিদাবাদের ডিআইজিকে অপসারণ’, ক্ষোভে ফুঁসে উঠলেন মমতা

বিজেপিকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী।

Murshidabad DIG transferred to create unrest in Ram Navami, says Mamata Banerjee

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 18, 2024 1:10 pm
  • Updated:April 18, 2024 4:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমীতে মু্র্শিদাবাদে যে অশান্তি হয়েছে, তা পূর্বপরিকল্পিত। ইসলামপুরের জনসভা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অশান্তি করার জন্যই ডিআইজি-কে সরানো হয়েছে বলেও এদিন দাবি করলেন তিনি।

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে পুলিশ প্রশাসনের একাধিক রদবদল করছে নির্বাচন কমিশন। তারই মধ্যে একটা মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি বদল। গত সোমবার আইপিএস অফিসার শ্রী মুকেশকে অপসারণের নোটিস পাঠিয়েছিল কমিশন। পরবর্তীতে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে জয়েন্ট কমিশনার, অপরাধ দমন (Jt CP, Crime) পদে থাকা সৈয়দ ওয়াকার রাজাকে নিয়োগ করা হয়। এই বদলি নিয়ে সরগরম হয়েছিল রাজ্য-রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে নিশানা করে বলেছিলেন, “এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি কারা হিংসা সামলাতে পারে। রাজ্য থেকে বেছে বেছে অফিসারদের সরিয়ে নেওয়া হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: সোমবার থেকেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি, জারি বিজ্ঞপ্তি]

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই গতকাল অর্থাৎ বুধবার রাতে রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। শক্তিপুরের কাছে মিছিলে বোমাবাজি হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। তাঁদের দেখতে গিয়েছিলেন বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার। এর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা এলাকার বিদায়ী সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তাঁকে দেখে উত্তেজিত হয়ে পড়েন উপস্থিত বিজেপি কর্মী, সমর্থকরা। সবমিলিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন ইসলামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১৯ জন আহত। পুলিশকে মারধর করা হয়েছে। আমি বলব, এই অশান্তি করবে বলেই বিজেপি নাটক করে মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়েছেন।” আরও একাধিক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন মমতা।

[আরও পড়ুন: উত্তরে প্রকৃতির দুই রূপ, হাঁসফাঁস গরমে পুড়ছে সমতল, তুষারের চাদরে ঢেকেছে সিকিম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement