অতুলচন্দ্র নাগ, ডোমকল: এবার বাংলায় সাইবার প্রতারণার শিকার এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ভিক্ষুক। প্রায় দু লক্ষ টাকা ও সোনার আংটির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। ঘটনাস্থল মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল।
প্রতারিত যুবকের নাম মোস্তাফিজুর রহমান। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা তিনি। ওই যুবক জানান, কিছুদিন আগে ফোন করে তাঁকে জানানো হয় যে, তিনি পুরস্কার জিতেছেন। যাতে পাচ্ছেন ১ লক্ষ ৮০ হাজার টাকা ও পাঁচআনা সোনার আংটি। ওই পুরস্কার বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানানো হয়। এর পর ১৮ ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাঁকে ফোন করা হয়। জানানো হয়, তাঁর নামে একটি পার্সেল রয়েছে। ওই যুবক ভিনরাজ্যে থাকায় স্ত্রীকে ফোন করে পার্সেলটি সংগ্রহ করতে বলেন। জানা গিয়েছে, পোস্ট অফিসে গেলে কর্তব্যরত কর্মী জানান, ওই পার্সেল নিতে ১৫৭৫ টাকা লাগবে। মোস্তাফিজুরের বাবা সামশুল হুদা জানান, তাঁর বউমা ১৫৭৫ টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করেন।
বাড়ি এসে সেটি খুলতেই দেখা যায়, ভিতরে একটি টিনের আংটি এবং দুটি সাদা কাগজ রয়েছে। ওই খবর শুনে শুক্রবারই ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছেন মুস্তাফিজুর। কোথায় গেলে এর সমাধান হবে রাস্তা খুঁজছেন তিনি। ওই যুবক জানান, “ অবস্থায় ওড়িশার ঠিকানা দেওয়া ওই সংস্থা থেকে ফোন করে জানিয়েছে ঠিকানা ঠিক আছে কিনা জানার ব্যাপার ছিল। এবার আসল পুরস্কার যাবে।” তবে মোস্তাফিজুর জানান, আর কোনও প্রলোভনে পা দেবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.