Advertisement
Advertisement

Breaking News

অভিষেকের দুর্ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের

অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে পুলিশ৷

 Murder and Sabotage charge issued in Abhishek Banerjee's Accident Case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 5:36 pm
  • Updated:January 28, 2020 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ৷ বুধবার সিঙ্গুরের দুর্ঘটনাস্থলে ফের যান তদন্তকারী অফিসাররা৷ তারপরই হরিপাল থানায় এই মামলা রুজু করা হয়৷

মঙ্গলবার বহরমপুরের কর্মী সম্মেলন থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক৷ চোখে, ঘাড়ের নিচে মারাত্মক চোট পান তিনি৷ তড়িঘড়ি তাঁকে কলকাতায় এনে ভর্তি করা হয় বেলভিউতে৷ এরপরই ঘটনার তদন্তে যায় সিআইডি৷ যেহেতু কোনও সিসিটিভি ফুটেজ ছিল না, তাই প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপরে ভিত্তি করেই এগোয় তদন্ত৷ জানা যাচ্ছে, একটি ব্রেকডাউন ভ্যানকে ওভারটেক করার সময়ই নিয়ন্ত্রণ হারায় অভিষেকের কনভয়ের গাড়ি৷ তাতেই দুর্ঘটনায় পড়েন অভিষেক৷ তদন্তকারী অফিসাররা অভিষেকের গাড়ির ব্রেকিং সিস্টেম, টায়ারের অবস্থা খতিয়ে দেখেছেন৷ গতকালই বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা৷ বুধবারও ফের অকুস্থলে যান তাঁরা৷ ওই ব্রেকডাউন ভ্যান এবং সঙ্গের দুধের গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র আছে কি না তাই খতিয়ে দেখেন অফিসাররা৷ জানা যায়, কনভয় রওনা দেওয়ার আগে অভিষেকের গাড়ির চালক স্থানীয় একটি দোকান থেকে চা খেয়েছিলেন৷ আরও কী কী খেয়েছিলেন তা জানতে চাওয়া হয়৷ এরপরই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে পুলিশ৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement