Advertisement
Advertisement

কোচবিহারের বিখ্যাত রাসমেলা প্রাঙ্গণের নাম বদলে বিতর্ক

মদনমোহন নগরে মেলার আসর।

Municipality renames Cooch Behar Ras Mela ground, sparks row
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2017 1:24 pm
  • Updated:November 3, 2017 1:24 pm  

মৃন্ময় লাহিড়ি, কোচবিহার: এবারই প্রথম মদনমোহন নগরে অনুষ্ঠিত হচ্ছে কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা। আর এই রাসমেলা চত্বরের নাম মেলার কয়েক দিনের জন্য পরিবর্তন করে রাখা হচ্ছে মদনমোহন নগর। এবারই প্রথম নামবদলের সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার পুরসভা। আর যা নিয়ে শুরু হয়েছে একরাশ বির্তক।

[নবদ্বীপ, শান্তিপুরের থেকে কেন আলাদা দাঁইহাটের রাসযাত্রা?]

Advertisement

CHB-RASMELA.jpg-2

পুরসভার দাবি, মদনমোহন দেবের রাস উৎসবকে কেন্দ্র করেই রাসমেলা। অথচ মেলায় মদনমোহন ঠাকুরের নাম সেভাবে উঠে আসে না। তাই এবার রাসমেলার মাঠে রাসমেলা নয়, মদনমোহন নগরে রাসমেলা অনুষ্ঠিত হবে। বাইরে থেকে যারা আসবেন তারা বুঝতে পারবেন কেন রাসমেলার আয়োজন। বিষয়টি জানাতে হোডিং থাকবে মেলার বিভিন্ন স্থানে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং বলেন, মেলার কয়েকদিনের জন্য রাসমেলা প্রাঙ্গণের নাম বদলে মদনমোহন নগর রাখা হচ্ছে। পুরসভা পরিচালিত রাসমেলা মদনমোহন নগরে অনুষ্ঠিত হবে। এই প্রথম এমন উদ্যোগ। এই প্রসঙ্গে কোচবিহারের ইতিহাস গবেষক নৃপ্রেন্দ্রনাথ পাল বলেন, খুবই ভাল উদ্যোগ। মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করেই তো সব। তাই রাসমেলা প্রাঙ্গণের নাম মেলার কয়েকদিনের জন্য মদনমোহন নগর করলে ভালই হবে। আসবে বৈচিত্র। বিশিষ্ট আইনজীবী শিবেন্দ্রনাথ বর্মন মনে করেন এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে বাইরে থেকে আসা দর্শনার্থীরা মদনমোহনের রাস উৎসবকে কেন্দ্র করে যে এই মেলা তা জানতে পারবে। কোচবিহারের ইতিহাস গবেষক তথা প্রবন্ধিক দেবব্রত চাকী বলেন, মদনমোহন ঠাকুর কোচবিহারবাসীর আরাধ্য দেবতা। তাঁর স্থান সর্বদা মানুষের অন্তরে। তাঁকে মাঠে টেনে নামানোর কোনও প্রয়োজন ছিল কিনা তা বোধগম্য হচ্ছে না।

[আলতাফ মিঞার হাতে গড়া রাসচক্রেই উৎসবের বোধন কোচবিহারে]

CHB-RASMELA.jpg-3

৩ নভেম্বর থেকে শুরু হয়ে গেল রাজপরিবারের কূলদেবতা মদনমোহন ঠাকুরের রাস উৎসব। এদিকে সব কিছু ঠিক থাকলেও দুদিনের টানা বৃষ্টিতে কোচবিহার রাসমেলার মাঠে জল জমে কাদায় এক অন্য চেহারা নিয়েছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। মেলা প্রাঙ্গনের জমা জল বের করতে নামানো হয়েছে পুরকর্মীদের। তবে কর্মীদের উদ্যোগে মেলার মাঠ অনেকটাই ব্যবহার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement