Advertisement
Advertisement

Breaking News

Train

পরপর চারদিন শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল একাধিক ট্রেন, দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা

দত্তপুকুরে মেরামতির কাজের জন্য বাতিল ট্রেন।

Multiple trains canceled on Sealdah-Bangaon branch for four days | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 20, 2023 8:57 am
  • Updated:January 20, 2023 9:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেরামতির কাজের জন্য আজ অর্থাৎ শুক্রবার থেকে চারদিন বাতিল শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। কার্যত বাদুরঝোলা হয়ে গন্তব্যে যাচ্ছেন আমজনতা। তবে শুধু বনগাঁ শাখা নয়, মেরামতির কাজের জন্য মেইন শাখাতেও বাতিল একাধিক ট্রেন।

জানা গিয়েছে, দত্তপুকুরে মেরামতির কাজ করা হবে। সেই কারণে বাতিল করা হচ্ছে শিয়ালদহ-বনগাঁ শাখার বহু ট্রেন। শুক্রবার থেকেই বাতিল বেশ কিছু ট্রেন। তবে শনিবার বাতিলের সংখ্যা বাড়বে। এদিকে অধিকাংশ অফিসই খোলা থাকে শনিবার। ফলে ভোগান্তির আশঙ্কা প্রবল।

Advertisement

[আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষে সাগরদিঘিতে উপনির্বাচন, বদলে গেল মাধ্যমিক পরীক্ষার সূচি]

জেনে নিন বাতিল থাকবে কোন কোন ট্রেন

শুক্রবার (২০ জানুয়ারি)

১. ৩৩৮৬৪ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল
২. ৩৩৮৫৮ ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল

শনিবার (২১ জানুয়ারি)

১. ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল
২.৩১৬৩৬ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল
৩. আপ শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩)
৪.ডাউন শিয়ালদহ বনগাঁ লোকাল (৩৩৮১২, ৩৩৮৫৩, ৩৩৮১৮)
৫. ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৬. ৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল

রবিবার (২২ জানুয়ারি)

১. আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ৩৩৮৬৩)
২. ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২, ৩৩৮৫৮)
৩. ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা লোকাল
৪. ৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ লোকাল

রবিবার বাতিল থাকবে বেশ কয়েক মেইন শাখার ট্রেনও। সেই তালিকায় রয়েছে বারাকপুর লোকাল, 

২৩ জানুয়ারি (সোমবার)

১. আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮১১, ৩৩৮১৫, ৩৩৮১৩)
২. ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮১২, ৩৩৮২২, ৩৩১৮)
৩. ৩৩৬৫১ আপ শিয়ালদহ-হাবরা
৪.৩৩৬৫২ ডাউন হাবরা-শিয়ালদহ

[আরও পড়ুন: ‘টাকা নিয়ে আবাস তালিকায় নাম তুলছেন?’, গ্রাম পঞ্চায়েত সচিব, BDO-কে ভর্ৎসনা কেন্দ্রীয় দলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement