ব্রতদীপ ভট্টাচার্য: “বুড়ো ঘোড়া আর চলে না, পুষতে খরচও বেশি লাগে”, নাম না করে এভাবেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) কটাক্ষ করলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সাংসদের এহেন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
সম্প্রতি বনগাঁয় বিজেপির বেশ কিছু কর্মী দলত্যাগ করে তৃণমুলের পতাকা হাতে তুলে নেন। এদিন তারই পালটা জবাব দিতে হাবড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির তরফে। সেই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) গড়ে দাঁড়িয়ে প্রায় ১৫০০ জন তৃণমূল কর্মীর হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়। সেখান থেকেই CAA-এর মাধ্যমে প্রধানমন্ত্রী মতুয়াদের সমস্যার সমাধান করেছেন ও প্রতিশ্রুতি রেখেছেন বলেও দাবি করেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বলেন, “পূর্ববঙ্গ থেকে আসা মানুষের অধিকার নাগরিকত্ব। দেশভাগের দ্বিজাতিতত্ত্ব অনুযায়ী এই অধিকার রয়েছে। কংগ্রেস, সিপিএম এটা ভুলে গিয়েছিল। আর তৃণমূলের অতীত সম্পর্কে কোনও জ্ঞানই নেই। সংবিধান কী ওরা জানে না। ফলে প্রতিবাদ করতে হয় তাই করে।”
এদিন তৃণমূলকে তোপ দেগে শান্তনু ঠাকুর বলেন, “সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন তৃণমূল করছে না। শুধু মসজিদ করলেই উন্নয়ন হয় না। মুসলিম অধ্যুষ্যিত এলাকায় গেলেই বোঝা যায় উন্নয়নের অবস্থা।” এদিনের অনুষ্ঠান থেকেই খাদ্যমন্ত্রীকে ‘বুড়ো ঘোড়া’ বলে আক্রমণ করেন শান্তনু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.