Advertisement
Advertisement
TMC

‘বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করি না’, প্রবীর ঘোষালকে কটাক্ষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন প্রবীর।

MP Kalyan Banerjee slams Prabir Ghoshal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 19, 2021 2:04 pm
  • Updated:December 19, 2021 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্প কয়েকদিনেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে প্রবীর ঘোষালের (Prabir Ghoshal)। ইতিমধ্যেই তৃণমূলে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি। কিন্তু বিষয়টি না-পসন্দ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তা ফের বুঝিয়ে দিলেন তিনি। প্রবীর ঘোষালকে ‘বেইমান’ বলে কটাক্ষ করলেন কল্যাণ। 

বিষয়টি ঠিক কী? কিছুদিন আগে বিজেপিতে যোগ দিলেও বর্তমানে তৃণমূলের একাধিক কর্মসূচিতে দেখা যাচ্ছে প্রবীর ঘোষালকে। ‘জাগো বাংলা’য় প্রায়ই লিখছেন তিনি। গত সপ্তাহে হুগলির কোন্নগরে বইমেলার অনুষ্ঠানে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। সেখানে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শনিবার সেখানেই যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। প্রবীরকে তীব্র কটাক্ষ করলেন তিনি। বলেন, “আমি স্পষ্ট কথা বলি। ভাগ্যিস গত সপ্তাহে আসিনি। তাহলে বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে হত। আমি মঞ্চ ভাগ করতে পারব না। আমি কোনও নাটক করি না। তাতে কার ভাল লাগল, কার লাগল না, তাতে কিছু করার নেই। রাজনীতি একটা সিরিয়াস জায়গা।”

Advertisement

[আরও পড়ুন: COVID-19 Update: ওমিক্রনের দাপটেও সুস্থ হচ্ছে বাংলা, রাজ্যে কমল করোনা সংক্রমণ]

শেষ কিছুদিনে প্রবীর ঘোষাল নিজের আচরণেই বুঝিয়ে দিয়েছেন যে, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। ফের তৃণমূলের দিকেই ঝুঁকেছেন তিনি। মাঝে মধ্যে ‘জাগো বাংলা’য় লিখছেন। তবে খাতায় কলমে এখনও তৃণমূলে ফেরেননি। তাঁর ঘর ওয়াপসি স্রেফ সময়ের অপেক্ষা। তবে কল্যাণ বুঝিয়ে দিলেন, তিনি কল্যাণের তৃণমূলে ফেরা মোটেই ভালভাবে নিচ্ছেন না তিনি।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডলের মতো নেতা। সেই সময়ই তৃণমূল ছেড়ে ছিলেন প্রবীর ঘোষালও। ভোট মিটতেই দলত্যাগীদের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে। সেই তালিকায় রয়েছেন প্রবীরও। এবার তাঁর তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়া সময়ের অপেক্ষা মাত্র।

[আরও পড়ুন: দুপুর থেকে সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারের তিন বছরের মেয়ে, ভরতি হাসপাতালে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement