Advertisement
Advertisement

Breaking News

দিলীপ

বালুরঘাটে জনসংযোগে দিলীপ, দেখা করলেন বর্ষীয়ান আরএসপি নেতার সঙ্গে

বালুরঘাটে পতাকা উত্তোলনও করেন দিলীপ।

MP Dilip Ghosh meets RSP leader Biswanath Chowdhury
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 26, 2020 12:32 pm
  • Updated:January 26, 2020 12:33 pm  

রাজা দাস, বালুরঘাট: সাধারণতন্ত্র দিবসের সকালে বালুরঘাটের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করলেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই নাগরিকত্ব আইনের সমর্থনে এলাকায় প্রচারে বের হন তিনি। আচমকাই হাজির হন বর্ষীয়ান আরএসপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ চৌধুরির বাড়িতে। মতার্দশের দিক থেকে দুই মেরুতে ভিন্ন মেরুতে থাকা জমিয়ে আড্ডা দিলেন রবিবাসরীয়র সকালে।

dilip-ghosh-3

Advertisement

নাগরিকত্ব আইনের সমর্থনে সভা করতে শনিবারই দক্ষিণ দিনাজপুরে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন ডালখোলায় অভিনন্দন যাত্রায় শামিল হন তিনি। রবিবার বালুরঘাটে সভা করার কথা তাঁর। সেই সভার আগে এদিন সাতসকালে জনসংযোগের কাজে নেমে পড়েন দিলীপ ঘোষ। হাটতে হাটতে ঢুকে পড়েন এলাকার উকিল, গায়ক থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে। সেই সময় হঠাৎই তিনি ঢুকে পড়েন বর্ষীয়ান আরএসপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ চৌধুরির বাড়িতে। বিশ্বনাথবাবুর বাড়িতে দিলীপ ঘোষকে ঢুকতে দেখে হতবাক হয়ে যান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ একসঙ্গে আড্ডা দেন তাঁরা। এরপর সেখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা দেন তিনি।

dilip-ghosh-2

[আরও পড়ুন: ফের মনুয়া কাণ্ডের ছায়া, বিবাহ বহির্ভূত সম্পর্কের কাঁটা সরাতে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন]

আরএসপি নেতার বাড়িতে যাওয়ার বিষয়ে দিলীপ ঘোষ বলেন,”আমি যেখানেই যাচ্ছি জনসংযোগের অংশ হিসেবে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে যাচ্ছি। আজও এলাকার কয়েকজন উকিল, ডাক্তারের বাড়ি গিয়েছি। সেইসঙ্গে প্রাক্তন বিধায়কের বাড়িতেও গিয়েছিলাম। তাঁর সঙ্গে কথা হল দীর্ঘদিন পর।” এপ্রসঙ্গে প্রাক্তন বিধায়ক জানান, “দিলীপ বাবু এসেছিলেন। তবে আমাদের মধ্যে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। উনি আমার খোঁজ খবর নেন। এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার।” প্রসঙ্গত, আজ বুনিয়াদপুরে পদযাত্রায় যোগ দেবেন তিনি। সেখানে সভাও করবেন তিনি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই নাগরিকত্ব আইনের সমর্থনে জেলায় জেলায় অভিন্দন যাত্রায় শামিল হচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা। 

[আরও পড়ুন: ‘মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে অনেক পুরসভাই আসবে বিজেপির দখলে’, আত্মবিশ্বাসী মুকুল রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement