Advertisement
Advertisement
দিলীপ ঘোষ

পথের মাঝে সাষ্টাঙ্গে প্রণাম রেল আধিকারিকের! হতবাক সাংসদ দিলীপ ঘোষ

সাংসদকে এভাবে প্রণাম করে বিতর্কের মুখে রেল আধিকারিক, দেখুন ভিডিও।

MP Dilip Ghosh hououred by unusual gesture in Kharagpur
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2019 4:50 pm
  • Updated:July 7, 2019 6:42 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: অনুষ্ঠানে যাওয়ার জন্য কোয়ার্টার থেকে বের হতেই হতভম্ব হলেন সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোয়ার্টারের বাইরে দিলীপ ঘোষকে দেখেই অভিনব ভঙ্গিতে তাঁকে প্রণাম করলেন এক ব্যক্তি। তাঁর আচরণে হতবাক হয়ে যান খোদ দিলীপ ঘোষ-সহ ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীরা। পরে জানা যায়, তিনি কোনও সাধারণ দলীয় সমর্থক নন, রেলের উচ্চপদস্থ এক আধিকারিক৷ কিন্তু আচমকা কেন রেল অফিসারের এই আচরণ, তা নিয়েই উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: পায়রা চোর সন্দেহে যুবককে বেধড়ক মার আইনজীবীর, শোরগোল তেহট্টে]

রবিবার সকালে খড়গপুর রেল কলোনিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। সেখানেই যাওয়ার কথা ছিল সাংসদ দিলীপ ঘোষের। সেই কারণে নির্ধারিত সময়ে কোয়ার্টার থেকে বের হন দিলীপ ঘোষ। সেই সময়ই অদ্ভুত ঘটনার সম্মুখীন হন বিজেপি সাংসদ। জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই দিলীপ ঘোষের কোয়ার্টারের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের জমায়েত ছিলই। সেখানেই ছিলেন প্রবীর গঙ্গোপাধ্যায় নামে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক। দিলীপ ঘোষ কোয়ার্টারের বাইরে পা রাখতেই মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে দিলীপ ঘোষকে প্রণাম করেন ওই ব্যক্তি।

Advertisement

তাঁর এই আচরণ গোলমেলে ঠেকেছে সকলেরই। কেউ মনে করছেন, তিনি হয়তো দিলীপ ঘনিষ্ঠ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি প্রবীরবাবুকে চেনেন না। কেন এই আচরণ করলেন, তাও তাঁর জানা নেই। ঘটনার পরই পূর্ব নির্ধারিত গন্তব্যে রওনা দেন  সাংসদ। সূত্রের খবর, ঘটনার পর থেকে এখনও ওই ব্যক্তিরও খোঁজ মেলেনি। কিন্তু কেন এরকম কাণ্ড? তা ভাবাচ্ছে সকলকেই। তবে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ব্যক্তির ভিডিও। তবে রেল আধিকারিক প্রবীর গঙ্গোপাধ্যায়ের পালটা যুক্তি, প্রণাম করেননি, তিনি যোগাসন দেখাচ্ছিলেন মাত্র৷

দেখুন ভিডিও: 

ভিডিও: সৈকত পাঁজা

[আরও পড়ুন: মালদহে গণপিটুনিতে নিহতের পরিবারের পাশে সরকার, ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement