সৈকত মাইতি, তমলুক: তমলুকে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে রাজ্য বিজেপির সভাপতি। অভিযোগ, সেখানে কালো পতাকা দেখানো হয় দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। সাংসদের বিরোধিতায় স্লোগানও তোলেন বিক্ষোভকারীরা। পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপির কর্মী-সমর্থকরা।
রাজনৈতিক কর্মসূচির কারণে তমলুকে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার ভোরে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে প্রাতঃভ্রমণে যান তিনি। সেখানে কিছুক্ষণ সময় কাটান দিলীপবাবু। এরপর নদীর পাড় ধরে হেঁটে তমলুক স্টিমারঘাটে যাওয়ার পথে বিজেপি সাংসদকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখান বলেই অভিযোগ। গো ব্যাক স্লোগানও তোলেন তাঁরা। পালটা স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কিছুক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। এরপর চায়ে পে চর্চায় যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেন তিনি। তমলুকের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, “আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। সেখানে যদি কেউ কালো পতাকা দেখায় তাহলে ভাবতে হবে তাঁর মাথার ঠিক নেই। সরকার নেই, দল নেই তাই মুখ্যমন্ত্রীর মাথার ঠিক নেই, তাঁর ভাইদের কী হবে? যাদের দোকান উঠে যাচ্ছে তারা চেঁচামেচি করছে। যাদের মুখ কালো হয়ে যায় তাঁরা কালো পতাকাই দেখায়।”
এরপর হাথরাস প্রসঙ্গে বলতে গিয়েও রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন রাজ্য বিজেপির সভাপতি। বলেন, “এখানে পাড়ায় পাড়ায় এই ধরনের ঘটনা ঘটছে। তৃণমূলের লোকেরা সেই ঘটনা ঘটাচ্ছে। তার জবাব কে দেবে? সেখান থেকে নজর ঘোরানোর জন্য দিদিমণি রাস্তায় নেমেছেন। গুন্ডাদের নিয়ে ওঁনার রাজনীতি। সেই রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না, এটা উনি বুঝে গেছেন তাই নাটক করছেন।” এসবের মাঝে এদিন ফের তিনি বুঝিয়ে দেন, একুশে বিজেপির জয় নিয়ে নিশ্চিত তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.