অর্ণব দাস, বারাকপুর: রাজ্যে তৃণমল ক্ষমতায় আসার পর যারা এলাকার নেতা হয়েছেন তাঁদের ‘অ্যাক্সিডেন্টাল’ নেতা বলে বিঁধলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। একইসঙ্গে বামেরা ক্ষমতায় থাকাকালীন দলের হয়ে যারা লড়াই করেছেন তাদের পাশে থাকারও বার্তা দিলেন তিনি। রবিবার রাতে জগদ্দলে দলের বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে অর্জুন সিংয়ের বক্তব্যের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোড় চর্চা শুরু হয়েছে।
বিজয়া সম্মেলনীতে বারাকপুরের সাংসদ বলেন, “২০১০ সালে জিতে কাউন্সিলর হওয়া আর ২০১১ সালের পরে কাউন্সিলর হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। ২০০৯ সালে যারা লোকসভা নির্বাচন করেছিল, তাঁদের অনেক রক্ত ঝড়েছিল, অনেকের মাথা ফেটেছিল। তাদের সঙ্গে ২০১৪, ২০১৬তে নির্বাচন করা নেতাদের অনেক তফাৎ আছে।” এর পরই তাঁর খোঁচা, “তারা শো কলড অ্যাক্সিডেন্টাল নেতা।”
অর্জুনের আরও কটাক্ষ. “এখন তাঁরাই আবার ভাবছে, সিপিএমের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাঁদের ঘরে ঢুকিয়ে দেবে। যায় সেই সময় লড়াই করেনি তাঁরা এখন মাতব্বরি করবে, এটা হবে না।” রাজনৈতিক মহলের একাংশের মতে, অর্জুন সিংয়ের মন্তব্যে আদি ও নব্য তৃণমূলীদের গোষ্ঠীকোন্দলের আভাস রয়েছে। এদিন কার্যত বিরুদ্ধ গোষ্ঠীকেই সমঝে দিলেন অর্জুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.