Advertisement
Advertisement

Breaking News

মাহদহ

‘মানুষই উত্তর দেবে’, রাহুলের ‘ধোঁকা’র জবাবে পালটা চ্যালেঞ্জ মৌসমের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী৷

Mousam Nur slams Congress President Rahul Gandhi
Published by: Tanujit Das
  • Posted:March 24, 2019 11:40 am
  • Updated:March 24, 2019 12:02 pm  

বাবুল হক, মালদহ: চাঁচোলের সভামঞ্চ থেকে শনিবার মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী কংগ্রেস সাংসদ মৌসম নূরের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী৷ মৌসমের নাম মুখে না এনে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ‘‘দীর্ঘদিনের এক নেতা ধোঁকা দিয়েছেন৷’’ এবার রাহুলের সেই অভিযোগেরই পালটা দিলেন মৌসম৷ সদ্য ছেড়ে আসা দলের শীর্ষ নেতাকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন গনিখান চৌধুরি পরিবারের এই সদস্য৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানালেন, ‘‘আমি প্রতারক কি না, সেকথা বলবেন উত্তর মালদহের জনগণ।’’

          [ আরও পড়ুন: ফেসবুকে বিক্ষোভ, টিকিট না পেয়ে জবাবদিহি চাইলেন বর্ধমানের বিজেপি নেতা ]

Advertisement

কেবল তোপ দেগেই ক্ষান্ত হননি তিনি৷ রাহুল গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনাও শোনা যায় উত্তর মালদহের তৃণমূল প্রার্থীর গলায়৷ তাঁর কথায়, ‘‘আমি দেখেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আপদে,বিপদে ঝাঁপিয়ে পড়েন। সারা বছরই উনি মানুষের জন্য কাজ করেন। বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। গত বছর উত্তর মালদহে ভয়াবহ বন্যা হয়। যখন আমরা দিদিকে পাশে পেয়েছিলাম। তাঁর সমস্ত সাহায্য এখনও মানুষে পেয়ে যাচ্ছে। অতি সম্প্রতি মানিকচকের ন’জন শ্রমিক উত্তরপ্রদেশে বিস্ফোরণে মারা যান। সেই শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে অর্থ-সহ সবরকম সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসব দেখে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি তৃণমূলে এসেছি। উনি শুধু নির্বাচনের সময় আসেন না। সারা বছর জনগণের পাশে থাকেন।’’

[আরও পড়ুন: প্রচারমঞ্চে মায়ের ছবি উপহার পেয়ে আবেগতাড়িত মুনমুন সেন ]

প্রাক্তন মেন্টরের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘‘শুধু নির্বাচনের সময় হলেই হেলিকপ্টার করে প্রচার করতে এলাম, আর চলে গেলাম। ওঁদের মতো আমি চলি না। মুখ্যমন্ত্রী যেমন মানুষের পাশে সব সময় থেকে কাজ করেন। আমিও ঠিক সেভাবেই থাকতে চেয়েছি এবং মানুষের জন্য সারা বছরই কাজ করে যেতে চেয়েছি।’’ এখানেই শেষ নয়, তাঁর জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানান মৌসম নূর৷ বলেন, ‘‘আমি আগেও মালদহের সাধারণ মানুষের পাশে ছিলাম। পরেও থাকব৷ এলাকার উন্নয়নে সব সময় আমি মানুষের পাশে আছি।’’

উল্লেখ্য, শনিবার উত্তর মালদহের চাঁচোলে সভামঞ্চ থেকে নাম না করেই মৌসমকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ বলেন, ‘‘আপনারা কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু দলের একজন ধোঁকা দিয়েছে। আপনাদের ভোট নিয়ে কংগ্রেস প্রার্থী অন্য দলে চলে গিয়েছে। ভয় পেয়েছে বলেই চলে গিয়েছে৷ এটা কংগ্রেসের গড়। প্রতারণা করে মানুষের কাজ করা যায় না, এটা বুঝিয়ে দিতে হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement