Advertisement
Advertisement
মৌসম নূর

প্রার্থীর পা ধুইয়ে আদিবাসী মহিলার অভ্যর্থনা, বিতর্কে মৌসম বেনজির নূর

প্রচারে বেরনো তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের মাথায় ছাতা ধরে বিতর্কে পুলিশ৷

Mousam Nur arises a fresh controversy in election campaign at Maldah
Published by: Sayani Sen
  • Posted:April 11, 2019 6:35 pm
  • Updated:April 22, 2019 3:27 pm  

বাবুল হক, মালদহ: প্রচারে বেরিয়ে প্রার্থী এসেছেন ঘরে৷ আদিবাসী মহিলা আবেগ সামলাতে পারেননি৷ তাই নিজে হাতে জুতো খুলিয়ে পা ধুইয়ে মালা পরিয়ে বরণ করে নেন তিনি৷ তবে তাতে আপত্তি জানাননি মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূর৷ এমন উষ্ণ অভ্যর্থনার ছবি নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে৷ তা নিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷

[ আরও পড়ুন: ভারতীর প্রচারে গো ব্যাক স্লোগান, অবস্থান বিক্ষোভে বিজেপি প্রার্থী]

কংগ্রেস ছেড়ে লোকসভা নির্বাচনের ঠিক আগেই তৃণমূলে যোগ দিয়েছেন মৌসম বেনজির নূর৷ দলবদলের যোগ্য পুরস্কারও পান তিনি৷ সাংসদ হিসাবে ভোটে লড়ার জন্য মালদহ উত্তর থেকে টিকিট পেয়েছেন মৌসম৷ নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে তৃণমূলের হয়ে ভোটে জিততে মরিয়া তৃণমূল প্রার্থী৷ প্রায় প্রতিদিনই নিজের লোকসভা কেন্দ্রে প্রচার করছেন মৌসম৷ বৃহস্পতিবার হবিবপুরের বামনগোলার জগদ্দলা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বেরোন তিনি৷ আদিবাসী অধ্যুষিত ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন তৃণমূল প্রার্থী৷ প্রচারের ফাঁকে এক আদিবাসী ভোটারের বাড়িতে ঢুকে পড়েন মৌসম৷ তড়িঘড়ি বাড়ির উঠোনের চেয়ারে তাঁকে বসতে দেন গৃহকর্ত্রী৷ তৃণমূল প্রার্থীকে অভ্যর্থনা জানাতে নিজে হাতে জুতো খুলে দেন মহিলা৷ প্রার্থীর পা একটি কাঁসার থালার উপর রাখেন৷ তারপর পা নিজের হাতে ধুইয়ে দেন আদিবাসী মহিলা৷ গলায় মালা পরিয়ে বরণও করে নেওয়া হয় তৃণমূল প্রার্থীকে৷মৌসম নিজেও এনিয়ে আপত্তি করেননি৷ বরং সেই অভ্যর্থনা সাদরে গ্রহণ করেছেন৷

Advertisement

MOUSAM

[ আরও পড়ুন: প্রচার মিছিলে কটূক্তি, মেজাজ হারিয়ে তৃণমূল কর্মীকে ‘মার’ বাবুলের]

প্রচারে বেরিয়ে আদিবাসী মহিলার এমন উষ্ণ অভ্যর্থনার ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ বিরোধীদেরও কানে পৌঁছায় আদিবাসী মহিলার নিজে হাতে পা ধুইয়ে দেওয়া কথা৷ ভোটের আবহে তৃণমূল প্রার্থীর এহেন কর্মকাণ্ডকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছে বিরোধীরা৷ যিনি ভোটে জিতে জনপ্রতিনিধি হতে চলেছেন, তিনি কীভাবে এমন কাজ করতে পারেন, ইতিমধ্যেই এ প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই৷ যদিও এ বিষয়ে মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী একটি বাক্যও খরচ করেননি৷ তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফেও মেলেনি প্রতিক্রিয়া৷

দেখুন ভিডিও:

শুধু মৌসমই নন, ভোটপ্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারও৷ হুডখোলা একটি গাড়িতে গত মঙ্গলবার প্রচার সারেন অভিজ্ঞ তৃণমূল প্রার্থী৷ ওই ছবিতেই দেখা গিয়েছে তাঁর মাথায় ছাতা ধরে রয়েছেন এক পুলিশকর্মী৷ এই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা৷ কীভাবে একজন তৃণমূল প্রার্থীর মাথায় ছাতা ধরতে পারেন পুলিশকর্মী, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ এর আগেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল  সিংয়ের জুতোর ফিতে বেঁধে দিতে দেখা গিয়েছিল এক পুলিশকর্মীকে৷ তাতে বিতর্কের মুখে পড়েছিলেন প্রাক্তন মন্ত্রী৷ বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মাথায় পুলিশের ছাতা ধরার বিষয়টি সেই বিতর্ক ফের উসকে দিল৷ 

KAKALI-GHOSH-DASTIDAR

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement