নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: আগের উপনির্বাচনে দাদা সুব্রত ঠাকুর হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা নিজের জেঠিমার কাছে৷ এবার কি ভাই শান্তনুর পালা? বনগাঁর ঠাকুরবাড়িতে ফের রাজনৈতিক দ্বন্দ্ব ঢুকে পড়ল পরিবারের অন্দরে৷ মতুয়া সম্প্রদায়ের একপক্ষ চান শান্তনু ঠাকুর প্রার্থী হোন৷ আরেকপক্ষ বিরোধিতায় সরব৷ এনিয়ে শনিবার দিনভর উত্তপ্ত হয়ে রইল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর৷
শান্তনু ঠাকুর তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছোট ছেলে। কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পর লোকসভা উপনির্বাচনে মমতাবালা ঠাকুরের বিরুদ্ধে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এর বড় ছেলে সুব্রত ঠাকুর বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। ঠাকুর পরিবারের দু’দিকে দুই প্রার্থী হওয়া নিয়ে পরিবারের মধ্যে শুরু হয়েছিল রাজনৈতিক লড়াই। তবে মমতাবালা ঠাকুর দেত্তর-পুত্র সুব্রতকে প্রায় দু’লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত করে সাংসদ হয়েছিলেন। এবার কি ফের রাজনীতির লড়াই ঘরোয়া দ্বন্দ্বে পরিণত হচ্ছে? উত্তর তো সময়ের অপেক্ষা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.