Advertisement
Advertisement

Breaking News

করোনা শিলিগুড়ি

স্বামীর পর শাশুড়ি, সংক্রমণ ছড়াচ্ছে উত্তরবঙ্গ মেডিক্যালের করোনা আক্রান্ত নার্সের পরিবারে

ওই নার্সের আবাসন স্যানিটাইজ করে প্রশাসন।

Mother in law of corona affected nurse is also COVID-19 positive in Siliguri
Published by: Bishakha Pal
  • Posted:April 16, 2020 4:29 pm
  • Updated:April 16, 2020 4:29 pm  

শুভদীপ রায়নন্দী, শিলিগুড়ি: স্বামীর পর এবার করোনায় সংক্রমিত নার্সের শাশুড়ি! বুধবার সকালে নার্সের বৃদ্ধা শাশুড়ির সোয়াব টেস্ট করা হলে রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসা মাত্র তাঁকে কোয়ারেন্টাইন থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মাটিগাড়ার হিমাচল বিহারের কোভিড হাসপাতালের জন্য রাজ্য সরকারের অধিগৃহীত নার্সিংহোমে। 

পাশাপাশি করোনায় সংক্রমিত নার্স হাসপাতালের পাশেই যে আবাসনে থাকতেন বৃহস্পতিবার সেই আবাসনিটিকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করবে দমকল বিভাগ এবং স্বাস্থ্য দপ্তর। ঘটনাকে ঘিরে উদ্বেগে হাসপাতালের চিকিৎসক ও অন্য স্বাস্থ্য কর্মীরা। ইতিমধ্যে সংক্রমিত নার্স এবং তাঁর স্বামীকে হিমাচল বিহারের ওই কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নার্স সংক্রমিত হন। তিনি হাসপাতালের আইসোলেশন, রেসপিরেটরি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে করোনা সংক্রমিতদের চিকিৎসা করেছিলেন। ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকে আবাসনের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।

Advertisement

[ আরও পড়ুন : খবরের জের, হাওড়ার ভিড়ে ঠাসা বাজার সরিয়ে দিল প্রশাসন ]

অন্যদিকে, করোনার চিকিৎসার জন্য অধিগৃহীত কাওয়াখালির নার্সিংহোমের চিকিৎসক, নার্স এবং চিকিৎসা কর্মীদের প্রশিক্ষণ দিল জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার পাকাপাকিভাবে করোনার চিকিৎসার জন্য শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির নার্সিংহোমটিকে অধিগ্রহণ করে কোভিড হাসপাতাল করার প্রক্রিয়া শুরু হয়। ওই নার্সিংহোমটিতে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরিত করার পর বৃহস্পতিবার সকালে নার্সিংহোমের পরিস্থিতি দেখতে যান রাজ্যের করোনা মোকাবিলায় গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি-সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

নার্সিংহোমের নার্সদের এদিন পাঁচ দফায় করোনা রোগীদের কীভাবে চিকিৎসা ও দেখভাল করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই হাসপাতালেই যাঁদের করোনা উপসর্গ থাকবে তাঁদের প্রথম স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ের জন্য স্ক্রিনিং কিট, পার্সোনাল প্রোটেকশন কিট-সহ অন্যান্য সামগ্রী সরবরাহ করবে স্বাস্থ্য দপ্তর। অন্যদিকে জানা গিয়েছে, লালারসের নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘ভাইরাস রিসার্চ এন্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে’ কিট শেষের পথে। দু-এক দিনের মধ্যে কিট না পৌঁছালে বন্ধ হতে পারে সোয়াব টেস্ট। মূলত সোয়াব টেস্টের জন্য কনফার্মেটরি কিট একদম শেষ পর্যায়ে থাকায় উদ্বেগে হাসপাতালের একাংশ। যদিও ওই বিষয় নিয়ে কোন সমস্যা না হওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের আধিকারিকরা।

[ আরও পড়ুন: মানসিক অবসাদের জের, ব্যারাকেই বিষ খেয়ে আত্মঘাতী পুলিশ আধিকারিক ]

টাস্ক ফোর্সের সদস্য চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি বলেন, “নার্সের পরিবারের আরও এক সদস্য সংস্রবে আসায় করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এছাড়া কোভিড হাসপাতালের প্রক্রিয়া শেষের পথে। যাবতীয় প্রক্রিয়া চলছে। দু-এক দিনের মধ্যে হাসপাতালটি চালু হয়ে যাবে।” উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ বলেন, “কেন্দ্র সরকার থেকে পর্যাপ্ত কিট রাজ্য সরকারকে সোয়াব টেস্টের জন্য দেওয়া হয়েছে। কিন্তু প্রয়োজনীয় সেই কিট হাসপাতালে সঠিক সময়ে পাঠানো হচ্ছে না। সময় মতো কিট না আসলে সোয়াব টেস্ট বন্ধ হয়ে যাবে।” এছাড়া এদিন করোনা পরিস্থিতি নিয়ে মাটিগাড়া এবং খড়িবাড়ি ব্লক প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গিয়েছে, প্রায় দু’হাজার শ্রমিক দার্জিলিং জেলায় আটকে রয়েছে। যাঁদের মধ্যে ৭৮১ জন ভিন রাজ্যের এবং বাকিরা ভিন জেলার বাসিন্দা। প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement