শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মর্মান্তিক! সন্তানকে বাঁচাতে গিয়ে পুড়ে মারা গেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে।
[পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র পলাশিপাড়া, পুড়ল পুলিশের গাড়ি]
দশ মাস দশদিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখান তিনি। সেই সন্তান যখন বিপদে পড়ে, তখন কি আর মায়ের পক্ষে স্থির থাকা সম্ভব? নিজের জীবন বিপন্ন করেও সন্তানকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি। ঠিক তেমনটাই করেছিলেন এ বঙ্গের এক ছাপোষা গৃহবধূ। কিন্তু শেষপর্যন্ত নিজেকে আর বাঁচাতে পারেননি তিনি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বালিপোতা গ্রামে স্ত্রী লতিকা ও একমাত্র সন্তানকে নিয়ে থাকেন লখাই সিং। সোমবার গভীর রাতে যখন সকলেই ঘুমোচ্ছেন, তখন আচমকাই আগুন লেগে যায় বাড়িতে। ঘুম ভেঙে যায় লখাই ও তাঁর স্ত্রী লতিকার। তড়িঘড়ি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই দম্পতির খেয়াল হয় যে, জ্বলন্ত বাড়িতে তখনও অঘোরে ঘুমোচ্ছে তাঁদের একমাত্র সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুপিছু না ভেবে সন্তানকে বের করে আনতে ফের বাড়ির ভিতরে ঢোকেন লতিকা। কোনওমতে শিশুটিকে কোলে নিয়ে বাইরের দিকে ছুঁড়ে দেন। গ্রামবাসীদের তৎপরতায় লতিকার সন্তানের কোনও ক্ষতি হয়নি। কিন্তু, ততক্ষণে আগুন আরও ভয়াবহ আকার নিয়েছে। বাড়ি থেকে আর বেরোতে পারেননি ওই গৃহবধূ। সকলের চোখের সামনেই জীবন্ত দগ্ধ হয়ে যান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যখন লতিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ছবি: সুকান্ত চক্রবর্তী
[ বিমার টাকা হাতাতে যুবক খুন, যাবজ্জীবন সাজা একই পরিবারের তিনজনের
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.