Advertisement
Advertisement

Breaking News

Bangao

স্টিয়ারিং হাতে মদ্যপ চালক! বনগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট মা ও শিশু

ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।

Mother and Son died in road accident at Bangao | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 30, 2023 3:08 pm
  • Updated:October 30, 2023 3:10 pm  

জ্য়োতি চক্রবর্তী, বনগাঁ: সপ্তাহের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট মা ও সন্তান। সোমবার দুপুরের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মদ্য়প অবস্থায় বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে পিষে দেয় ট্রাকটি।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। তাই চালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মা ও তাঁর ৬ বছরের ছেলেকে চাপা দেয় ৷ এই ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে থানার পুলিশ। তবে মৃত মহিলা ও শিশুর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: ঝুলছে CBI খাঁড়া! ‘সুপ্রিম কবচ’ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারি]

সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার যশোর রোডের উপর বিএসএফ ক্যাম্প মোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ৷ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ চালভর্তি ট্রাকের চাকায় সম্পূর্ণ পিষ্ট হওয়ায় দুটি ক্রেন এনে দেহ দুটিকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের নাম-পরিচয় জানার চেষ্টা শুরু হয়েছে।  

[আরও পড়ুন: তৃণমূলের পালটা, ১০০ দিনের কাজে বঞ্চিতদের নিয়ে এবার সমাবেশ বিজেপির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement