শাহজাদ হোসেন, ফরাক্কা: হাতে ব্যাগ। বাস ধরার জন্য পাশাপাশি হেঁটে চলেছে মা ও ছেলে। আপাতদৃষ্টিতে দেখে কিছুই বোঝার উপায় নেই। কিন্তু ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া। ব্রাউন সুগার পাচার করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার মা ও ছেলে। তাদের কাছ থেকে ৫৮২ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।
গোপন সূত্রে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ খবর পায় ব্রাউন সুগারের পাচারের। জানতে পারে, এক মহিলা এবং যুবক ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের কাছ দিয়ে যাচ্ছে। তাদের কাছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার রয়েছে। সেই অনুযায়ী ব্লক প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার গভীর রাতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তল্লাশি অভিযান চালায়। বাসে ওঠার আগেই হাতেনাতে গ্রেপ্তার হয় পাচারকারীরা। তাদের ব্যাগে তল্লাশি চলে। যুবকের ব্যাগ থেকে ২৬৭ গ্রাম এবং মহিলার কাছ থেকে ৩১৩ গ্রাম ব্রাউন সুগারের হদিশ পান তদন্তকারীরা। যার বাজারদর কয়েক কোটি টাকা।
রঘুনাথগঞ্জের ১ নম্বর ব্লকের বিডিও সুবীর দাস জানান, ধৃতরা হল মানোয়ারা বিবি এবং রকি শেখ। তারা সম্পর্কে মা ও ছেলে। লালগোলার মাছবাজারের বাসিন্দা। উত্তরবঙ্গে চলে যাওয়ার চেষ্টা করছিল বলেই খবর। তবে ব্রাউন সুগার কাকে দিতে যাচ্ছিল, মা ও ছেলের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করার কথা। এই ঘটনা সম্পর্কে আরও তথ্য জোগাড়ে ধৃতদের জেরা করা প্রয়োজন বলেই দাবি তদন্তকারীদের। তাই পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে বলেই খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.