Advertisement
Advertisement

Breaking News

New born

মা-মেয়ে একসঙ্গে অন্তঃসত্ত্বা, লোকলজ্জার ভয়ে সদ্যোজাতকে জীবন্ত কবর দিল জন্মদাত্রীই!

দক্ষিণ ২৪ পরগনার ধোপাহাটে এলাকায় পুলিশ মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তদন্তে নেমে ভয়ংকর তথ্য মিলেছে।

Mother allegedly buried new born baby in South 24 parganas

ছবি: সংগৃহীত

Published by: Paramita Paul
  • Posted:November 9, 2024 2:50 pm
  • Updated:November 9, 2024 6:01 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শিশুকন্যাকে জীবন্ত কবর দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুকন্যাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর পরিবারের অভিযোগ, তার মা-ই সামাজিক লোকলজ্জার ভয়ে সদ্যোজাতকে খুন করেছেন। প্রাথমিকভাবে সদ্যোজাত খুনের ঘটনা হলেও এর নেপথ্যে উঠে এসেছে ভয়ংকর তথ্য। তদন্তে তা জানতে পেরে চোখ কপালে পুলিশেরও।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা এক শিশুকন্যার জন্ম দেন।  জন্মের পর সদ্যোজাতকে ওই মহিলাই জীবন্ত মাটিতে পুঁতে দেন বলে অভিযোগ। এদিকে এই ঘটনা চাউর হতেই মন্দিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে সদ্যোজাতকে উদ্ধার করে। তাকে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

এদিকে, প্রথমে সন্দেহ করা হয়েছিল কন্যাসন্তান জন্ম দেওয়াতেই ওই সদ্যোজাতকে পরিবারের লোকজন মাটিতে পুঁতে দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে পুলিশি তদন্তে উঠে আসে ভয়ংকর তথ্য। জানা যায়, ওই মহিলার তিন মেয়ে ও দুই পুত্র রয়েছে।  বর্তমানে ওই মহিলার এক মেয়ে ও তিনি নিজে একইসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মা ও মেয়ে দুজনেই একই সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ায় মা হিসেবে তিনি লজ্জিত হন। এর পরই সামাজিক লোকলজ্জার ভয়ে রাতের অন্ধকারে নিজেই সদ্যোজাতকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন ও তাকে জ্যান্ত পুঁতে দেন। পুলিশ জানিয়েছে, মহিলা নিজেই এই ঘটনার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে সদ্যোজাতকে খুনের অভিযোগ করেছেন পরিবারের লোকজন। রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ায় ওই মহিলা বর্তমানে চিকিৎসাধীন নাইয়ারাট গ্রামীণ হাসপাতালেই। ঘটনার তদন্ত চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement