Advertisement
Advertisement
Mota Raja

বন্দুক উঁচিয়ে ধাবায় তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার মেদিনীপুরের ‘ত্রাস’ মোটা রাজা

দেখুন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ।

Miscreants opened fire in a roadside restaurant of West Medinipur। Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2021 12:58 pm
  • Updated:August 29, 2021 4:03 pm

সম্যক খান, মেদিনীপুর: বলিউড অ্যাকশন ছবি নাকি আসল ঘটনা? মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ধর্মা থেকে কেরানচিটি এলাকার একটি ধাবার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) যা ধরা পড়ল, তা সিনেমাকেও হার মানায়। যা দেখে হাড়হিম হয়ে যেতে পারে অনেকেরই।

শনিবার রাতে মেদিনীপুরের (Medinipur) ধর্মার একটি ধাবার সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ধরা পড়েছে। দেখা গিয়েছে, একজন প্রথমে ধাবায় ঢোকে। ধাবার মালিকের খোঁজ করে। সেই সময় ধাবার মালিক ছিলেন না। তাঁর পরিবর্তে ধাবার কর্মীর সঙ্গে কথা বলতে শুরু করে দুষ্কৃতীরা। প্রথমে মালিককে ফোন করতে বলে। তবে ফোনে পাওয়া যায়নি। এরপর ধাবার কর্মীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। রবিবারের মধ্যে টাকা না দিতে না পারলে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় দুষ্কৃতীরা। ধাবার কর্মীকে মারধর করে। চালায় গুলিও। বরাতজোরে যদিও গুলি ওই ব্যক্তির গায়ে লাগেনি। পরিবর্তে জানলা দিয়ে তা বেরিয়ে যায়। রবিবার মধ্যে ১ লক্ষ টাকা না দেওয়া হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে।

Advertisement

[আরও পড়ুন: দেগঙ্গার পর মুর্শিদাবাদের সুতি, ফের ওঝার ঝাঁড়ফুকে মৃত্যু সাপের ছোবল খাওয়া গৃহবধূর]

এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যুক্ত এলাকার ‘ত্রাস’ মোটা রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটা রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  করোনা পরিস্থিতিতে সদ্যই সংশোধনাগার থেকে মুক্তি পেয়েছিল মোটা রাজা। তারপর নিজের অস্তিত্ব জাহির করতেই শুটআউটের ঘটনায় সে জড়িয়ে পড়ে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

এদিকে, যমুনাবালির ধাবার আগে শনিবার রাতে মাহাতাবপুর শ্মশান ঘাটেও গুলি চলে। এক যুবক তার আত্মীয়ের মরদেহ দাহ করতে অন্যান্যদের সঙ্গে শ্মশান ঘাটে এসেছিলেন। সেই সময় দু’টি মোটরবাইকে চড়ে চারজন দুষ্কৃতী ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবকের বুকে বন্দুক ঠেকিয়ে দেয়। তৎক্ষণাৎ রাস্তার উপর ঘটনাস্থলে একটি যাত্রীবাহী বাস চলে আসায় কোনরকমে যুবকটি দুষ্কৃতীদের ধাক্কা দিয়ে শ্মশানের ভিতরে ঢুকে যায়। পুলিশ জানিয়েছে ২ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। একের পর এক দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ে হাড়হিম দশা অনেকেরই। নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: Visva Bharati: ছাত্র আন্দোলনে অশান্ত বিশ্বভারতী, একটানা প্রায় ৩৬ ঘণ্টা ঘেরাও উপাচার্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement