Advertisement
Advertisement

চকচকা শিল্পতালুকে কর্মসংস্থান হবে দু’হাজারেরও বেশি, বিধানসভায় ঘোষণা শিল্পমন্ত্রীর

৯৩৭টি জায়গায় কাঠের সেতু সংস্কারের পরিকল্পনা৷

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 31, 2018 8:29 pm
  • Updated:July 31, 2018 8:29 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী এক বছরে কোচবিহারের চকচকা শিল্পতালুকে কর্মসংস্থান হবে দু হাজারেরও বেশি মানুষের৷ বিধানসভায় ঘোষণা রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রের৷ তিনি জানিয়েছে, চকচকা শিল্পতালুকে জমি চেয়ে আবেদন করেছে ২৪টি সংস্থা৷ ২১টি সংস্থা ইতিমধ্যেই জমি পেয়েও গিয়েছে৷ পুরোদস্তুর উৎপাদন শুরু হলে কাজ পাবেন ২ হাজার ১৫৬ জন৷ এদিকে আবার জলপথে দুর্ঘটনা এড়াতে রাজ্যের ৯৩৭টি জায়গায় কাঠের সেতু সংস্কারের মেরামতি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷

[ অসমের পর এবার টার্গেট বাংলা, বিধানসভায় সর্বদল প্রস্তাব পেশ শাসকদলের]

Advertisement

কোচবিহারের চকচকায় শিল্প বিকাশ কেন্দ্রের অব্যবহৃত জমিতে শিল্পতালুক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার৷ কিন্তু কাজ কতদূর এগিয়েছে? বিধানসভায় প্রশ্ন করেছিলেন বিধায়ক নগেন্দ্র রায়৷ রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্রের জবাব, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে চকচকা শিল্পতালুকের কাজ শেষ হয়ে যাবে৷ উত্তরবঙ্গের এই শিল্পতালুকে পাট, ব্যাটারি, জুয়েলারি প্যাকেজিং-সহ একাধিক শিল্প সংস্থাকে জমি দেওয়া হবে৷ মন্ত্রী জানিয়েছেন, চকচকা শিল্পতালুকে ২০.৬১ একর জমি বন্টনের তালিকাএ তৈরি করে ফেলেছে সরকার৷ ২১টি সংস্থাকে জমি দিয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম৷ বিনিয়োগের পরিমাণ ৬৮৩১ লক্ষ কোটি৷ কোচবিহারে চকচকা শিল্পতালুক চালু হয়ে গেলে, কাজ পাবেন  ২ হাজার ১৫৬ জন৷

শুধু শিল্পতালুক গড়ে তোলাই নয়,  রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থাকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নদীর উপর কাঠের সেতুগুলি বেহাল দশা৷ গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স তো দূর অস্ত, মানুষই যাতায়াত করতে পারে না৷ সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, রাজ্যের ৯৩৭টি জায়গায় কাঠের সেতু সংস্কার করে কংক্রিটের সেতু তৈরি করা হবে৷ এই প্রকল্পে খরচ হবে ৫৩৭ কোটি টাকা৷ প্রথম পর্যায়ে সেতু সংস্কার করা হবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও বাঁকুড়ায়৷ ১০০টি জায়গায় মাটির পরীক্ষা কাজ চলছে৷ কেন্দ্রীয় অনুদানে অপেক্ষায় না থেকে, সেতু সংস্কারের সমস্ত খরচই বহন করবে রাজ্য সরকার৷

[ হনুমানের মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম, চাঁদা তুলে শ্রাদ্ধ-শান্তির আয়োজন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement