Advertisement
Advertisement

Breaking News

BJP to TMC

একদিনে জোড়া দলবদল কর্মসূচি কালনায়, BJP ছেড়ে TMC-তে যোগ দিলেন শতাধিক নেতা, কর্মী

দলে ভাঙনের অস্বস্তি এড়াতে গোটা ঘটনা অস্বীকার স্থানীয় বিজেপি নেতৃত্বের।

More than hundreds of BJP workers,supporters join TMC at Kalna | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 26, 2021 8:59 am
  • Updated:July 26, 2021 9:04 am  

অভিষেক চৌধুরী, কালনা: একদিনে জোড়া দলবদল কর্মসূচি। পূর্ব বর্ধমানের কালনায় (Kalna) রবিবার দুটি অনুষ্ঠানে বিজেপি (BJP)থেকে তৃণমূলে যোগদান করলেন শতাধিক নেতা, কর্মী। যার মধ্যে রয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী এবং বিজেপি নেতাও। আর কালনার গেরুয়া শিবিরের এই ভাঙনের জেরে অস্বস্তি বাড়ল কেন্দ্রের ক্ষমতাসীন দলের। আর তা গোপন করতেই স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কোনও বিজেপি কর্মীর তৃণমূলে (TMC) যোগদানের খবর তাদের কাছে নেই।

Advertisement

রবিবার কালনায় দুটি পৃথক কর্মসূচি হয় তৃণমূলের তরফে। তাতেই শতাধিক বিজেপি কর্মী, সমর্থক শাসক শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। প্রথম যোগদান কর্মসূচিটি ছিল কালনা ২ ব্লকের সিঙ্গেরকোনে তৃণমূলের দলীয় কার্যালয়ে। দলবদলকারী কর্মী, সমর্থকদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। 

[আরও পড়ুন: Corona vaccine: প্রথম ডোজ কোভিশিল্ডের, দ্বিতীয়টি Covaxin! বালুরঘাটের ঘটনায় শোরগোল]

বিজেপি কর্মীদের ঘাসফুল শিবিরে স্বাগত জানিয়ে দেবু টুডুর বক্তব্য, “তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হতে বিজেপি থেকে অনেকেই আবেদন করেছিলেন। তাই এদিন শতাধিক বিজেপি কর্মী, সমর্থকের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হল। উল্লেখযোগ্যভাবে একসময়ের বিজেপির মহিলা মোর্চার নেত্রী ছন্দা কর্মকার, বিজেপি নেতা কৌশিক দাশগুপ্তরাও তৃণমূলে যোগ দিলেন।” আরেকটি অনুষ্ঠান ছিল কালনার নতুন বাসস্ট্যান্ডে। এই মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে অটোচালকরা। কালনা মহকুমা আইএনটিটিইউসি-র কার্যকরী সভাপতি অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “বিজেপি সমর্থিত প্রায় একশো অটোচালক তৃণমূলে যোগদান করবেন বলে আবেদন করেছিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল।”

[আরও পড়ুন: ভরা বাজারে পেয়ারা বিক্রি করলেন মুর্শিদাবাদের ASP! দোকানিকে না চিনে কিনলেন অনেকেই]

শাসকদলে যোগ দিয়েই বিজেপি মহিলা মোর্চানেত্রী ছন্দা কর্মকার বলেন, “সাম্প্রদায়িক,মিথ্যার আশ্রয় নিয়ে থাকা বিজেপি দলে ভাল মানুষের ঠাঁই নেই।শান্ত বাংলাকে প্রতিনিয়ত অশান্ত করতে তাঁরা শুধু মিথ্যার আশ্রয় নিচ্ছেন। তাই সেই দলে আর না থেকে তৃণমূলের উন্নয়ন যজ্ঞে নিজেকে সামিল করতে তৃণমূলে যোগদান করি।” এদিকে, কালনায় বিজেপি থেকে তৃণমূলে একের পর এক যোগদানের কারণে দলে বড়সড় ভাঙনে বেশ অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। আর তা চাপা দিতেই বিষয়টি নিয়ে কালনার বিজেপি নেতা সুশান্ত পাণ্ডের দাবি, “তৃণমূলের এসবই দেখনদারি। বিজেপির কর্মী, সমর্থকরা তৃণমূলে যোগদান করেছেন, এমন খবর আমাদের জানা নেই। তবে বেশ কিছু এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বিজেপির কয়েকজন সমর্থককে দলে টানার চেষ্টা করছে তৃণমূল নেতৃত্ব।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement