কোলাঘাটে নগদ গোনা হচ্ছে। নিজস্ব চিত্র।
সৈকত মাইতি, হলদিয়া: ভোটের মুখে ফের রাজ্যে বিপুল নগদ উদ্ধার। শনিবার রাতে কোলাঘাট এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি গাড়ি থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশের টহলদারি টিম। কারা কী উদ্দেশ্য বিপুল নগদ গাড়িতে নিয়ে যাচ্ছিলেন, তা এখনও জানা যায়নি। এর সঙ্গে ভোটের কোনও যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়।
পুলিশের তরফে জানা গিয়েছে, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কোলাঘাটের শরৎ সেতুতে নাকা চেকিং চলছিল। ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে একটি লাল ব্যাগ উদ্ধার হয়। তার মধ্যে থরে থরে ১০০ টাকার নোট সাজানো ছিল বলে খবর। ছিল ৫০ টাকা, ২০ টাকা ও ১০ টাকার নোটও। তল্লাশি চালিয়ে ৬ লক্ষ ৪০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়। গাড়ির আরোহীদের আটক করে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও পুলিশের তরফে জানানো হয়নি। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোটা অঙ্কের নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনী আচরণ বিধি চালু হতেই ৪৮ জায়গায় ফ্লাইং স্কোয়াড টিম নামিয়ে জোরদার তল্লাশি অভিযান শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই নির্দিষ্ট ওই টিম জেলার সীমান্তবর্তী এলাকা-সহ বিভিন্ন রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে যাতায়াত করা গাড়ি থামিয়ে চেকিং শুরু করে দিয়েছে। আর তারই মাঝে গত বৃহস্পতিবার বিকালে কোলাঘাটে জাতীয় সড়কের উপর নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত নগদ প্রায় ২০ লক্ষ টাকা। বাজেয়াপ্ত একটি গাড়ি। তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে সেই কোলাঘাট থেকেই উদ্ধার হল প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.