Advertisement
Advertisement

Breaking News

corona virus

রাজ্যে একদিনে করোনাজয়ী ৪ হাজারেরও বেশি, এখনও চিন্তায় রাখছে এই জেলাগুলি

গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৯।

More than 4000 recovered from corona virus in last 24 hrs in West Bengal | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:November 1, 2020 7:47 pm
  • Updated:November 1, 2020 8:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার টিকা হাতে এলে কারা তা আগে পাবেন, কাদের এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে, এ নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই সঙ্গেই যেন পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। সমান তালে বেড়ে চলেছে মৃত্যুও। তবে উদ্বেগের মধ্যে স্বস্তি একটাই। বাংলার বেশিরভাগ মানুষই মারণ ভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন চার হাজারেরও বেশি করোনা রোগী। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও।

রবিবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Coronavirus) হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৭৭ হাজার ৬৫১ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই (Kolkata) আক্রান্ত ৮৯৪ জন। এর ঠিক পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৮৮০ জন। উত্তরে সর্বাধিক আক্রান্ত হয়েছে পর্যটকে ঠাসা দার্জিলিং-এ। সেখানে একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ১৩৩ জন। এখনও চিন্তায় রাখছে হাওড়া (২৪৪), দক্ষিণ ২৪ পরগনা (২৭২), পশ্চিম মেদিনীপুর (২২৬), নদিয়া (১৮১)। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৫৯। ফলে করোনায় রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯০০ জন।

Advertisement

[আরও পড়ুন: বিনামূল্যে রেশনের সময়সীমা আরও বাড়াক কেন্দ্র, আবেদন নিয়ে মোদিকে চিঠি সৌগত রায়ের]

রাজ্যবাসীকে সামান্য স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। রাজ্যের তথ্য বলছে, একদিনে করোনা জয় করে প্রিয়জনদের কাছে ফিরে গিয়েছেন ৪ হাজার ৫৩ জন। ফলে বর্তমানে বাংলায় করোনাজয়ীর মোট সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৯৯০ জন। সুস্থতার হার ৮৮.৪৪ শতাংশ। বর্তমানে অ্যাকটিভ কেস ৩৬ হাজার ৭৬১।

যতদিন না ভ্যাকসিন আসছে টেস্টিংয়ের মাধ্যমেই করোনার বিরুদ্ধে চলছে লড়াই। গত ২৪ ঘণ্টায় ৪৪,৪৫৭টি স্যাম্পেল টেস্ট হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ৪৬ লক্ষ ৮৮২টি নমুনা পরীক্ষা হয়েছে। উল্লেখ্য, সংক্রমণ ঠেকাতে দুর্গাপুজোর মতো কৃষ্ণনগর ও চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতেও নিয়মবিধি বেঁধে দিয়েছে প্রশাসন। কোনওভাবেই যাতে ভিড় না হয়, তার জন্য পুজো কমিটিগুলিকে সবরকম ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: খুন করে ফের বিজেপি কর্মীর দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে সোমবার কল্যাণী বন্‌ধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement