ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন। শনিবারই এমন কথা মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আর এদিনই রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে চোখ কপালে ওঠার জোগাড়। কারণ অতীত রেকর্ড ছাপিয়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন তিন হাজার তিনশোরও বেশি মানুষ। আর তাতেই রাজ্যের সংক্রমিতের মোট সংখ্যা পেরিয়ে গেল ২ লক্ষ ৬৫ হাজারের গণ্ডি।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের এদিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। যার মধ্যে শুধু কলকাতায় ৬৩১ জনের শরীরে সংক্রমিত ভাইরাস। উত্তর ২৪ পরগনায় চেহারাটা আরও ভয়াবহ। একদিনে সে জেলায় আক্রান্ত ৬৪১ জন। এরপরই তালিকায় রয়েছে হাওড়া (২৩৪), দক্ষিণ ২৪ পরগনা (১৯৬) ও পূর্ব মেদিনীপুর (১৬৮)। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬২ জনের। তার মধ্যে কলকাতায় মৃত যেখানে ১৩ জন, সেখানে উত্তর ২৪ পরগনায় করোনার বলি ১৯ জন। বাংলায় এখনও পর্যন্ত এই মারণ ভাইরাস প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১৩২ জন।
তবে মোট আক্রান্তের সংখ্যাটা উদ্বেগজনক হলেও রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। যদিও তা আগের তুলনায় ঊর্ধ্বমুখী। বর্তমানে অ্যাকটিভ কেস ২৭ হাজার ১৩০। তবে বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৩ জন। ফলে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ৭১২ জন। সুস্থতার হার ৮৭.৯২ শতাংশ।
করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রশাসন। যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আসছে ততদিন ভরসা টেস্টিং। তাই ক্রমশ বাড়ানো হচ্ছে পরীক্ষা। এদিন করোনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১২৮ জনের। তবে এদিন টেস্টিংয়ের নিরিখে আক্রান্তের সংখ্যাটা যে বেশ উদ্বেগজনক, তা বেশ স্পষ্ট। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৩৩ লক্ষ ৫৫ হাজার ৭২৬ জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.