Advertisement
Advertisement
bjp

মতুয়া গড়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি, যোগ দিলেন বিজেপি ও কংগ্রেসের ৪ পঞ্চায়েত সদস্য-সহ বহু কর্মী

দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

More than 300 BJP and Congress worker joins TMC in Bangaon | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 14, 2021 7:43 pm
  • Updated:November 14, 2021 8:09 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের বনগাঁর (Bangaon) ঘাসফুল শিবিরের শক্তিবৃদ্ধি। এবার তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩০০ জন। তাঁদের মধ্যে কয়েকজন কংগ্রেস কর্মী রয়েছেন। তবে অধিকাংশই বিজেপি কর্মী। মতুয়া গড়ে শক্তিবৃদ্ধিতে খুশি তৃণমূল।

রবিবার বাগদা পঞ্চায়েত সমিতির উদ্যোগে হেলেঞ্চার নেতাজি শতবার্ষিকী হলে একটি মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়-সহ অন্যান্য নেতারা। সেই মঞ্চেই হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধুরী সরকার ও রনঘাট গ্রাম পঞ্চায়েতের সদস্য রিনা দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিকে মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আয়নাল মণ্ডল ও বাগদা গ্রাম পঞ্চায়েতের মাজেদা দফাদার কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করেন। ৪ পঞ্চায়েত সদস্যের হাতে পতাকা তুলে দেয় বাগদার বিধায়ক ও বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ অন্যান্যরা। এছাড়া আরও তিনশোর বেশি বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে।

Advertisement

[আরও পড়ুন: চালকের আসনে মন্ত্রী, কন্ডাক্টর বিধায়ক! মালদহে বাস ডিপো উদ্বোধনে ফিরহাদের সঙ্গী নীহাররঞ্জন]

উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা আসনে ২০২১ সালের নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি। পরবর্তীতে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস যোগ দেন তৃণমূলে। তারপরই ধস নেমেছে বিজেপিতে।একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্য-সহ বিজেপি কর্মীরা যোগ দিচ্ছে তৃণমূল কংগ্রেসে। বিভিন্ন দলের পঞ্চায়েত সদস্যরা যোগদান করায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল বলে জানিয়েছেন বাগদা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ ঘোষ।

কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান প্রসঙ্গে বাগদা ব্লক কংগ্রেসের সভাপতি প্রবীর কীর্তনীয়া বলেন, “শুনেছি আমাদের দুই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। শাসকদলের ভয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এতে বাগদা ব্লক কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।” এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: স্মৃতি হারিয়ে বহুবছর ঘরছাড়া, বিহারের দুই যুবককে পরিবারের কাছে ফেরাল হ্যাম রেডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement