Advertisement
Advertisement

Breaking News

করোনা

উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেও স্বস্তি, রাজ্যে সুস্থতার হার বেড়ে প্রায় ৬৫ শতাংশ

একদিনে এ রাজ্যে করোনার বলি ৪০ জন।

More than 2000 cured from COVID-19 in last 24 hrs in West bengal

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 26, 2020 8:32 pm
  • Updated:July 26, 2020 11:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে যে দু’দিন লকডাউন জারি হয়েছিল, তা ভালভাবেই মেনেছে রাজ্যবাসী। এছাড়াও একাধিক শহরে আলাদা করে টানা লকডাউন চলছে। মারণ করোনা ভাইরাসের (Coronavirus) ব্যাপ্তি রুখতে এই সিদ্ধান্ত কতখানি ফলপ্রসু হয়, তা বুঝতে আরও খানিকটা সময় লাগবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে লকডাউনের পরই স্বস্তির খবর হল রাজ্যে সুস্থতার গ্রাফ উর্ধ্বমুখী। COVID-19-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাচ্ছেন করোনাজয়ীরাই। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৭ জন।

রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আক্রান্ত ২৩৪১ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। এর মধ্যে শুধু কলকাতাতেই ভাইরাস থাবা বসিয়েছে ৬৪৮ জনের শরীরে। উত্তর ২৪ পরগণায় একদিনে সংক্রমিত ৫৪২ জন। এর জেরে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৮ হাজার ৭১৮। নমুনা টেস্টের পরিমাণ বৃদ্ধির সঙ্গে বাড়ছে অ্যাকটিভ কেসও। রাজ্যে বর্তমানে অ্যাকটিভ কেস ১৯ হাজার ৫৯৫। পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, একদিনে এ রাজ্যে করোনার বলি ৪০ জন। যার মধ্যে তিলোত্তমায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। কলকাতায় মৃত বেড়ে হল ৬৮৬। রাজ্যে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৭২।

Advertisement

[আরও পড়ুন: গাড়িতে ‘PRESS’ স্টিকার, লকডাউন ভেঙেই পাত্রী দেখতে চলল পরিবার! তাজ্জব পুলিশও]

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যেমন চিন্তার ভাঁজ গভীর করছে রাজ্যবাসীর, তেমনই আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। গতকালের মতো আজও একদিনে দু’হাজারেরও বেশি মানুষ করোনাকে জয় করেছেন। বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসমুক্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩৭ হাজার ৭৫১ জন। আগের তুলনায় অনেকটাই বেড়েছে সুস্থতার হার। ৬৪.২৯ শতাংশ।

একইসঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষাও। ট্রেসিং, ট্র্যাকিং ও টেস্টিংয়ে যে জোর দিচ্ছে রাজ্য, তা স্পষ্ট। গত ২৪ ঘণ্টাতেই যেমন ১৬ হাজার ৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ৮ লক্ষ ৫ হাজার ১৮৫ জনের করোনা টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: বিজেপি কর্মীর গ্রেপ্তারির প্রতিবাদে বসিরহাটে এসপি অফিস ঘেরাও, আটক রাজু বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement