Advertisement
Advertisement
Mizoram

মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মালদহের ২৫ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা, কান্নায় ভেঙে পড়েছে পরিবার

মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করেছে প্রশাসন।

More than 20 labour of Malda died in Mizoram accident | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 23, 2023 2:08 pm
  • Updated:August 23, 2023 2:09 pm  

বাবুল হক, মালদহ: মিজোরামে ব্রিজ দুর্ঘটনায় মালদহের ২৫ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা। গ্রামের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই মিজোরাম সরকারের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আচমকাই নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে (Under Construction Rail Bridge Collapse) পড়ে। তৎক্ষণাৎ মৃত্যু হয় কমপক্ষে ১৭ জনের। মৃতরা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে। ধসে পড়া ব্রিজের তলায় অনেকে আটকে পড়েন অনেকেই। সেই সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিলই। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, এই দুর্ঘটনায় মালদহের কমপক্ষে ২৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।  

Advertisement

[আরও পড়ুন: বাংলায় ফেনসিডিল পাচারে বাধা দিতেই আক্রমণ, বিএসএফের পালটা গুলিতে মৃত্যু পাচারকারীর]

জানা গিয়েছে, সম্প্রতি মালদহের রতুয়ার পুখুরিয়ার পোখলামারি গ্রাম থেকে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন শ্রমিকের কাছে গিয়েছিলেন মিজোরাম। ওই ব্রিজেই কাজ করছিলেন তাঁরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এদিন মালদহে দুর্ঘটনার খবর পৌঁছতেই গ্রামে যান অতিরিক্ত জেলাশাসক। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। প্রসঙ্গত, এই ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

[আরও পড়ুন: সীমা হায়দারের ছায়া বাংলায়, স্বামী-সন্তানদের ফেলে প্রেমিকের সঙ্গে ‘উধাও’ গৃহবধূ! তারপর…]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement