Advertisement
Advertisement
COVID-19

অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ, রাজ্যে কোভিডজয়ী ১২ লক্ষের বেশি

গত ২৪ ঘণ্টায় ১৪৮ জনের মৃত্যু।

More than 12 lac COVID-19 positive recovered in Bengal | Sangbad Pratidin

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:May 29, 2021 7:33 pm
  • Updated:May 29, 2021 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটছে অন্ধকার। ধীরে ধীরে রাজ্যের করোন পরিস্থিতির উন্নতি ঘটছে।  গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ। বেড়েছে সুস্থতা। রাজ্যের মোট করোনাজয়ীর সংখ্যা ১২ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই যা মনোবল জোগাচ্ছে কোভিডযোদ্ধাদের। 

স্বাস্থ্যদপ্তরের শনিবার সন্ধের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫১৪ জন।   তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার। এদিনও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ের মধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রাজ্যের ১৮ হাজার ৭৭৪ জন। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর পায়ে পড়তে হবে না, সংবিধানটুকু মেনে চলুন’, মমতাকে পরামর্শ শুভেন্দুর]

চলতি বছরের এপ্রিলের গোড়া থেকেই ফের ঊর্ধ্বমুখী হয়েছিল রাজ্যের কোভিডগ্রাফ। চড়চড়িয়ে বাড়ছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু রাজ্য প্রশাসনের তৎপরতায় সেই সংক্রমণের শৃঙ্খল বেশকিছুটা ভাঙা গিয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় থেকেই চিন্তা বাড়াচ্ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এদিন উত্তর ২৪ পরগনার তুলনায় কলকাতার পরিস্থিতি বেশ ভাল। সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৫ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৪৪১ জন। বাকি জেলাগুলিতে ১ হাজারের বেশি সংক্রমিতের হদিশ মেলেনি। এই তথ্য স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যদপ্তরকে। এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লক্ষ ৫৪ হাজার ৯৫৬ জন। এদিন রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৬৩ হাজার ৫১৮ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৪৮ জনের। যার মধ্যে ৪৪ জন কলকাতার বাসিন্দা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে করোনায় মৃত্যুর খবর মেলেনি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারও মৃত্যুহীন। এদিন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২৬৮ জন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সেরে উঠেছেন ১৮ হাজার ৭৭৪ জন। ফলে বাংলার মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৩৭ হাজার ২৯০ জন। কমেছে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যাও। এদিন রাজ্যের সুস্থতার হার ৯১.৩২ শতাংশ। 

[আরও পড়ুন: লকেট চট্টোপাধ্যায়ের পর মিহির গোস্বামী, কেন্দ্রীয় নিরাপত্তা নিতে নারাজ বিজেপি বিধায়ক]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement