নন্দন দত্ত, সিউড়ি: গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডল। বীরভূম নিচুপট্টির বাড়ি ছেড়ে তিহাড় জেলই এখন ঠিকানা তাঁর। এদিকে, অনুব্রতহীন বীরভূমে ক্রমশ চড়ছে পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election 2023) উত্তাপ। নির্বাচনী আবহে শক্তিক্ষয় তৃণমূলের। দলবদল করলেন শতাধিক তৃণমূল কর্মী। বিজেপিতে যোগ দিলেন তাঁরা।
গত সোমবার দলবদলের পর্ব হয়। সিউড়ি-১ ব্লকের কড়িধ্যা এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন সিউড়ি-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব চট্টোপাধ্যায়, কড়িধ্যার প্রাক্তন উপপ্রধান উজ্জ্বল সিংহ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য আদিত্য চট্টরাজ, পঞ্চায়েত সদস্য জীবন সরকার, যুবনেতা শুভম সিং-সহ অন্যান্যরা। দলের জেলাদপ্তরে তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন জেলা সভাপতি ধ্রুব সাহা।
সদ্য দলবদলকারীদের দাবি, তৃণমূলে থেকে ঠিকমতো কাজ করতে পারছিলেন না তাঁরা। তাই একপ্রকার বাধ্য হয়ে দলবদলের সিদ্ধান্ত। ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লেখানো। যদিও তৃণমূলের পক্ষ থেকে সদ্য দলবদলকারীদের দাবি নস্যাৎ করে দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, ওই দলবদলকারীরা নানা দুর্নীতির সঙ্গে জড়িত। বহু আগেই তাঁদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই দুর্নীতিগ্রস্তদের পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের দলে নিয়ে কার্যত দুর্নীতিতেই মদত দিল বিজেপি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.