Advertisement
Advertisement
Ramnagar

পুজোর প্রসাদ খেয়ে বিপত্তি! হাসপাতালে শতাধিক ভক্ত

স্বাস্থ্যের অবনতি হওয়ায় দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

More than 100 hospitalized after taking prasad in Ramnagar

হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীরা। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:November 11, 2024 11:34 pm
  • Updated:November 11, 2024 11:39 pm  

রঞ্জন মহাপাত্র, কাঁথি: পুজোর প্রসাদ খেয়ে বিপত্তি! হাসপাতালে শতাধিক ভক্ত। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের কাদুয়া অঞ্চলের মালঞ্চ এলাকায়।

মালঞ্চ এলাকায় রাস উৎসব চলছিল। মালঞ্চ গ্রামের পাশেই এগরার দেবীদাসপুর সহ একাধিক গ্রামের মানুষজন এই উৎসবে শামিল। রবিবার অন্নভোগ বিতরণ হয়। সকল ভক্তই সেই ভোগ খান। এর পর রাত থেকেই এক এক করে অসুস্থ হতে থাকে অনেকে। রামনগরের বালিসাই বড়রাঙ্কুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পানিপারুল গ্রামীণ হাসপাতালে ১৫০ জনের বেশি চিকিৎসাধীন রয়েছেন। এগরার পানিপারুল স্বাস্থ্যকেন্দ্রে ৩০ জন ভর্তি আছেন। রামনগর বড়রাঙ্কুয়া হাসপাতালে ভর্তি আছেন অনেকে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় দুজনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

খবর পেয়ে পানিপারুল গ্রামীণ হাসপাতালে গিয়ে রোগীদের স্বাস্থ্য বিষয়ে খবর নেন এগরার বিধায়ক তরুণকুমার মাইতি। বলেন, “এগরা ও রামনগর বিধানসভার সংলগ্ন এলাকার মালঞ্চ গ্রামে রাস উৎসব উপলক্ষে গোষ্ঠপুজোর প্রসাদ খেয়েছিলেন গ্রামের মানুষ। শনিবার রাতেও অনেকে প্রসাদ খান। রাত থেকেই কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। রবিবার দুপুর থেকেই সেই সংখ্যাটা বাড়তে থাকে। খবর পেয়েই পানিপারুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে অসুস্থদের সঙ্গে কথা বলি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলি।” শেষ পাওয়া খবর অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে ১০০ জনের উপরে অসুস্থ ভর্তি আছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement