ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় সামান্য নিম্নমুখী করোনা সংক্রমণের হার। তবে এর মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে যত সংখ্যক মানুষ করোনা (Corona Virus) আক্রান্ত হয়েছেন। তার চেয়ে অনেকটাই বেশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়ে ৮০ শতাংশের বেশি।
বাংলায় টানা গত তিনদিন ধরে দৈনিক সংক্রমণের হার তিন হাজারের কম। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৮২ জন। ফলে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪ জন। এদিনও সংক্রমণের হারে বাকি জেলাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগণায়। তুলনায় স্বস্তি দিয়েছে কলকাতা (Kolkata)।এদিন সরকারি পরিসংখ্যান বলছে, মহানগরে করোনা একদিনে করোনা আক্রান্ত (Corona Positive) হয়েছে ৫০০ জনেরও কম। আবার উত্তর ২৪ পরগণায় (North 24 Parganas) আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন। এদিন রাজ্যে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৪৯ জন। একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর উত্তর ২৪ পরগণায় করোনায় মৃতের সংখ্যা ১৪ জন। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৬ জনের।
এত উদ্বেগজনক খবরের মধ্যেও স্বস্তি দিচ্ছে দৈনিক কোভিডজয়ীর সংখ্যা। একদিনে রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩ হাজার ২৮৬ জন। ফলে বাংলায় মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন। সুস্থতার হার প্রায় ৮১ শতাংশ। যা গোটা দেশের চেয়ে অনেকটাই বেশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.