ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র একমাস বাকি। ইতিমধ্যেই দুর্গাপুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছে আমবাঙালি। তবে এসবের মাঝেও সকলের মনে চাপা আতঙ্ক জারি রেখেছে করোনা পরিস্থিতি। কারণ, সংক্রমণ কমার পাশাপাশি কখনও আবার ঊর্ধ্বমুখীও হচ্ছে গ্রাফ। তবে স্বাস্থ্যদপ্তরের গত২৪ ঘণ্টার পরিসংখ্যানে মিলল স্বস্তি। সামান্য হলেও কমেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭২৪ জন। একদিনে করোনায় মৃত ৮ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ১১৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিনও প্রথম ওই জেলা। তবে আগের দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১১১ জন। অর্থাৎ ওই জেলায়ও নিম্নমুখী কোভিড গ্রাফ।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া। একদিনে সেখানকার ৫৪ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৪৬ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৪ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৪,৬৫২।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৮ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৪ জন। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৫৩৯ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭৫৮ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,২৭,৮৬৭। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.