ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের জারি বিধিনিষেধের সুফল যে মিলছে তা বলার অপেক্ষা রাখে না। ধীরে ধীরে অনেকটাই বাগে এসেছে করোনা। গত ২৪ ঘণ্টায়ও নিম্নমুখী বাংলার কোভিড গ্রাফ। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। একইভাবে নিম্নমুখী মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে ১২ জন রাজ্যবাসীর। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ৮৫ জন উত্তর ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে ফের কলকাতা (Kolkata)। একদিনে সংক্রমিত সেখানকার ৭৭ জন।সামান্য হলেও বেড়েছে ওই জেলার সংক্রমণ। তৃতীয় স্থানে দার্জিলিং (Darjeeling)। একদিনে সেখানকার ৭১ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে জলপাইগুড়ি। সেখানে একদিনে সংক্রমিত ৫৯ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৫৬ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৩৮,৫৬৩।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১২ জনের। মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি সেখানকার ৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ৩০৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৭০৯ জন।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১০,২৩০। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ১২৪ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৩,৮৭,১৫৭ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.